For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

Published : Saturday, 25 December, 2021 at 10:01 AM Count : 561

কক্সবাজারেটেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে শনিবার ও রোববার সেন্টমার্টিনের সঙ্গে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ তথ্য জানান।

ইউএনও বলেন, আগামী রোববার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ। এ কারণে বহিরাগত লোকজন যাতে দ্বীপে থাকতে না পারে সে জন্য সেন্টমার্টিনের সঙ্গে তিনটি নৌপথে টেকনাফ-সেন্টমাটিন, কক্সবাজার-সেন্টমাটিন ও চট্টগ্রাম-সেন্টমাটিনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল পর্যটক দ্বীপে অবস্থান করছেন তাদের শুক্রবার সন্ধ্যার মধ্যে সেন্টমার্টিন দ্বীপ ত্যাগ করার জন্য মাইকিং করা হচ্ছে। তবে আগামী সোমবার (২৭ ডিসেম্বর) থেকে পুনরায় তিনটি নৌপথে জাহাজ চলাচলের কোন ধরনের বাধা থাকবে না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম বলেন, পুরো ইউনিয়নের নয়টি কেন্দ্রে এক হাজার ৬৬৩ জন পুরুষ ও এক হাজার ৭০২ জন নারীসহ তিন হাজার ৩৬৫ জন ভোটার রয়েছেন।
চেয়ারম্যান পদের পাঁচ প্রার্থী হলেন- মুজিবুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান নুর আহমেদ (মোটরসাইকেল), মাওলানা আব্দুর রহমান (চশমা), জাহিদ হোসেন (আনারস) ও সাবেক চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ (টেলিফোন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, সেন্টমার্টিন দ্বীপের নির্বাচনকে কেন্দ্র করে শনিবার ও রোববার এ দুই দিনের জন্য তিনটি নৌপথে পর্যটক পরিবহন বন্ধ থাকবে। তবে সোমবার থেকে পুনরায় পর্যটকবাহী জাহাজগুলো পর্যটক পরিবহন করতে পারবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর থেকে প্রথমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পরীক্ষামূলক ভাবে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। এরপর থেকে ক্রমান্বয়ে অন্যান্য জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।

-এমএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,