For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

দশমিনায় সেতুর উপর ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের লাইন, দুর্ঘটনার আশঙ্কা

Published : Tuesday, 21 December, 2021 at 6:41 PM Count : 274

পটুয়াখালীর দশমিনায় এলজিইডির সেতুর উপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের ২২০ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতের পারে বলে স্থানীয়দের আশঙ্কা। 

আয়রণ সেতুটির উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে একটি বাঁশের খুঁটি ব্যবহার করে এমনভাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করায় ভয়াবহ দুর্ঘটনাসহ প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার সদরের সবুজবাগ আবাসিক এলাকায় সবুজবাগ জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশে খালের উপর এলজিইডির নির্মিত একটি আয়রণ সেতুর উপর দিয়ে মাত্র ৬ ফুট উচ্চতায় আড়াআড়িভাবে এ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। একটি তারে কভার থাকলেও অন্যটিতে নেই। এতে যেকোন সময় দুর্ঘটনাসহ প্রাণহানী ঘটতে পারে এমন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় ও পথচারীরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, অপেক্ষাকৃত লম্বা মানুষরা দিনের বেলা ওই লাইনের নিচ দিয়ে নুয়ে যেতে পারলেও রাতের আঁধারে পাথচারীদের চলাচল যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বেখেয়ালে কেউ হাত উঁচু করলেই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ সেতুটি দিয়ে পারাপার হয়। এছাড়াও স্থানীয় শিশু কিশোররা প্রতিদিন সেতুটির আশেপাশে খেলাধুলা করে। 
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বাবুল জানান, অপরিকল্পিতভাবে সেতুর রেলিংয়ে বাঁশের খুটি স্থাপন করে বিদ্যুতের লাইন টানায় মানুষের যাতায়াতে চরম ব্যাঘাত ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির দশমিনা সাব জোনাল অফিসের এজিএম মো. আবুল কালাম আজাদ দ্য ডেইলি অবজারভারকে জানান, বিষয়টি দেখতেছি। আমি ওখানে বিদ্যুতের জুনিয়র প্রকৌশলী পাঠিয়েছি। 

এলজিইডি দশমিনা উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন দ্য ডেইলি অবজারভারকে জানান, এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

-এসটি/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,