For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বরিশালের আরটি-পিসিআর মেশিন ১৩ দিন ধরে বিকল

Published : Tuesday, 21 December, 2021 at 4:56 PM Count : 104

করোনার নমুনা পরীক্ষায় বরিশালের একমাত্র আর-টি পিসিআর ল্যাবটি গত ১৩ দিন ধরে বিকল। এতে ভোগান্তিতে পড়েছে ৫ জেলার মানুষ।

জানা যায়, বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবটির মূল মেশিনের এলইডি প্যানেল অকার্যকর হওয়ায় বিদ্যুৎ গ্রহণ করছে না। এ কারণে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠী জেলার ‘কোভিড-১৯’ পরীক্ষা বন্ধ থাকায় নতুন রোগী শনাক্তসহ আক্রান্তদের পরবর্তী অবস্থা পর্যালোচনা বন্ধ রয়েছে।

পিসিআর ল্যাবের প্রধান ডা. একেএম আকবর কবির জানিয়েছেন, পিসিআর মেশিনের সরবরাহকারী প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক বিষয়টি অবহিত করা হয়েছে। মেশিনটির ওয়ারেন্টির সময় এক বছর পার হওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠান মৌখিক অনুরোধে কাজ করতে চাচ্ছে না। ওয়ারেন্টির সময় পার হওয়ায় সার্ভিস চার্জ ছাড়া সরবারহকারী কাজ করছে না। এজন্য প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির অপেক্ষায় রয়েছে বলেও জানা গেছে।

তবে পিসিআর ল্যাবটির মূল মেশিন এভাবে অকেজো হয়ে পড়ে থাকলে অন্যান্য যন্ত্রাংশসহ সহায়ক মেশিনেও ত্রুটির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে, এর আগে শেবাচিম হাসপাতালের একাধিক মেশিনে সামান্য ত্রুটি দেখা দিলেও তাৎক্ষণিক মেরামত না হওয়ায় আর সচল করা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বািরশাল বিভাগীয় অফিস থেকেও পিসিআর ল্যাবের ত্রুটির বিষয়ে অধিদপ্তরে জরুরি চিঠি প্রেরণসহ ফোনেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত বাস্তব কোন অগ্রগতি হয়নি। বর্তমানে ৫টি জেলার করোনা নমুনা সংগ্রহ করে ভোলার ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ফলাফল পেতে।
 
গত বছরের ৮ এপ্রিল দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম আরটি পিসিআর ল্যাব চালু হয় শের এ বাংলা মেডিকেল কলেজে। গত কুড়ি মাসে এ ল্যাবে প্রায় এক লাখ নমুনা পরীক্ষা সম্ভব হলেও এখন তা বন্ধ থাকায় এ অঞ্চলে করোনা চিকিৎসায় অনিশ্চয়তা বাড়ছে। 

-আইএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,