For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ডীনস অ্যাওয়ার্ড পাচ্ছেন কুবির ৫১ শিক্ষার্থী

Published : Tuesday, 21 December, 2021 at 3:50 PM Count : 3344

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম সমাবর্তন ২০২০ উপলক্ষে ডীনস অ্যাওয়ার্ডের জন্য মোট ৫১ জন কৃতি শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ডীনস অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান এ তথ্য জানান।

মনোনীতরা ব্যাচেলর ডিগ্রি ২০০৬-০৭ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এবং মাস্টার্স ডিগ্রীর ২০১০-১১ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

ব্যাচেলর ডিগ্রীর আটটি ব্যাচের ১৮ জন মনোনীতরা হলেন- গণিত বিভাগের হুমাইরা দিল আফরোজ ও ফারহানা ইয়াসমিন;  পরিসংখ্যান বিভাগের উম্মুল খায়ের সুমি ও সোনিয়া আকতার; অর্থনীতি বিভাগের মিস নয়ন তারা ও স্বর্ণা মজুমদার; ব্যবস্থাপনা বিভাগের সংগীতা বসক ও মো. রফিকুল ইসলাম শাকিলা ফেরদৌস; একাউন্টিং বিভাগের অরূপা সরকার ও রাবেয়া জামান;  মার্কেটিং বিভাগের নাসরিন আকতার ঝুমুর ও তানজীনা ইয়াসমিন; ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের রিপা আকতার; সিএসই বিভাগের নয়ন বণিক এবং আইসিটি বিভাগের আমেনা বেগম, মো. কামরুল হাসান ও পিন্টু চন্দ্র পাল।  
মাস্টার্স ডিগ্রীর ছয়টি ব্যাচের ৩৩ জন মনোনীতরা হলেন, গণিত বিভাগের সামিয়া তাহের, খাদিজা বেগম, পারভীন আকতার হুমায়রা দিল আফরোজ ও মাহিনুর আকতার; পদার্থ বিজ্ঞান বিভাগের সানজিদা হক ও অন্তরা তাজরীন তৃণা; পরিসংখ্যান বিভাগের কনকন আচার্য; রসায়ন বিভাগের শারমিন আকতার রূপা ও মো. আলাউদ্দিন হোসাইন; অর্থনীতি বিভাগের মো. মাসুদ রানা, মো. সাইফুল ইসলাম, স্বর্ণা মজুমদার ও সায়েদা সুরাইয়া সুলতানা; নৃবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান লিপা; ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. জাহিদ হাসান, সঙ্গীতা বসাক, মো. রফিকুল ইসলাম ও শাকিলা ফেরদৌস; একাউন্টিং বিভাগের ফাহামিদা হোসাইন, তৃণা সাহা, ফাহিমুল কাদের সিদ্দিকী ও মো. কাউসার খান; মার্কেটিং বিভাগের মো. আওলাদ হোসাইন, নাসরিন আকতার ঝুমুর, খালেদা আকতার, জাহিদুল ইসলাম পাটোয়ারী ও তানজীনা ইয়াসমিন; সিএসই বিভাগের মেশকাত জাহান ও তাপসী গোস্বামী; আইসিটি বিভাগের আমেনা বেগম, নাবিলা মেহজাবিন ও মোহাম্মদ কামরুল হাসান। 

করোনার প্রাদুর্ভাবের কারণে স্থগিত হওয়া এই সম্মাননা আগামী ০২ জানুয়ারী প্রদান করা হবে। সম্মাননা হিসেবে শিক্ষার্থীদের একটি করে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, এটা সমাবর্তনের সময় দেওয়ার কথা ছিল। সমাবর্তনের প্রোগ্রাম সংক্ষিপ্ত করার জন্য তখন দেওয়া হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন দেওয়া হবে। এটা চলমান থাকবে। প্রতি বছর সমাবর্তনের সময় দেওয়া হবে।

-এওয়াই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,