For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

লালমোহনের দেশসেরা দুই শিক্ষার্থীকে সম্মাননা

Published : Sunday, 19 December, 2021 at 10:16 PM Count : 232

ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী জাতীয় পর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতায় উর্ত্তীণ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। 

রোববার দুপুরে নিজ কক্ষে এ দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা। এরা হলো বুশরা ও সৈয়দ মাহাতাব হোসেন।

গত ২৮ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ শিরোনামে রচনা ও কুইজ প্রতিযোগিতায় সারা দেশে ‘ক’ বিভাগে শীর্ষ ৫০ জনের মধ্যে বরিশাল বিভাগে তিনজনের মধ্যে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরা আগামী ২৪ মাস দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পাবে বলে জানা গেছে।

অন্যদিকে লালমোহন হা-মীমের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী হয়ে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। এর মধ্যে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি। এর আগে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসেও বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতায় ১৮টি পুরস্কারের মধ্যে ১৪টি অর্জন করে হা-মীমের শিক্ষার্থীরা।
এছাড়াও এ বছর ‘শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’এ রচনা লিখে ভোলা জেলায় প্রথম হয়েছিল হা-মীমের শিক্ষার্থী সাবিকুন নাহার ফারিয়া। একই বিষয়ে জেলা পর্যায়ে তৃতীয় স্থানও অধিকার করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। এরআগে গত সেপ্টেম্বরে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক ভিডিও স্বাক্ষাৎকারের জন্য জেলায় প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি।

-এইচপি/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,