For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও আন্দোলনে উসকানির অভিযোগে গ্রেফতার ৫

Published : Friday, 10 December, 2021 at 5:52 PM Count : 126

রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের অপপ্রচার, নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে উসকানির সাথে জড়িত থাকার অভিযোগ ইসলামী ছাএ শিবিরের সাবেক এক নেতাসহ এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। 

গ্রেফতারকৃতরা হলেন- সাবেক শিবির নেতা মো. আব্দুল্লাহ আল মাহমুদ (২৯), মো. ওয়ায়েজ কুরুনী (২৭), মো. তাওহীদুল ইসলাম (২৬), মো. গাজী সাখাওয়াত (২৯) ও মো. হাবিবুর রহমানকে (৩০)।

বৃহস্পতিবার সন্ধ্যা৭ টার দিকে রাজধানীর স্বামীবাগের মিতালী স্কুল গলি রোডের একটি বাড়িতে র‍্যাব-৩ এর সদস্যরা গোপনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক ও বিভিন্ন দেশবিরোধী, নাশকতা ও উসকানিমূলক লিফলেট উদ্বারমূলে জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এ সময় র‍্যাব-৩-এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) উইং কমান্ডার আসাদুজ্জামান, সহকারী পরিচালনা এএসপি (মিডিয়া) ফারজানা হকসহ র‍্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

র‍্যাব গণমাধ্যম শাখার মুখপাত্র জানান, বর্তমান রাষ্ট্রের উন্নয়নের গতিধারাকে বানচাল ও নস্যাৎ করার জন্য রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করতে ও সরকারের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার ও ষড়যন্ত্র, সরকারের সম্পদ ও জনসাধাণের জানমালের ক্ষতি, শান্তিপ্রিয় জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্র করার পরিকল্পনা করে তারা।

এছাড়া তারা অনলাইনে রাষ্ট্র, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ছিল। বিভিন্ন মাধ্যমে দেশের বাইরে মিথ্যা তথ্য দেওয়া ও অপপ্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে তারা। বিগত সময়ের বিভিন্ন ইস্যুসহ সাম্প্রতিক সময়ে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকে পুঁজি করে তারা নাশকতার অপচেষ্টা করে।

কমান্ডার খন্দকার আল মঈন আরো বলেন, এ চক্রটি সংঘবদ্ধভাবে ক্লোজড গ্রুপের মাধ্যমে তাদের যোগাযোগ পরিচালনা করে আসছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপের মাধ্যমে তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করতো। বিভিন্ন নামে ক্লোজড গ্রুপ তৈরি করে যেখানে রাষ্ট্রবিরোধী গুজব সৃষ্টির পরিকল্পনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রের কার্যক্রম নেতিবাচক হিসেবে উপস্থাপন করে ভার্চুয়াল জগতে প্রচারের ব্যবস্থা করে। এ জাতীয় বিভিন্ন কন্টেন্ট তাদের ল্যাপটপে পাওয়া যায়। বিভিন্ন অডিও-ভিডিও কন্টেন্ট এডিট করে তৈরি ও সেগুলো প্রচার করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করে চক্রটি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে র‍্যাবের সাইবার মনিটরিং সেলের নিয়মিত সাইবার পেট্রোলিংয়ে পর্যবেক্ষণ করা হয় যে, অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সংবেদনশীল বিষয়ে মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব সাইবার মনিটরিংয়ের মাধ্যমে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর পরিপ্রেক্ষিতে স্বামীবাগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রেসব্রিফিংয়ে র‍্যাব আরো জানান, গ্রেফতার আব্দুল্লাহ আল মাহমুদ স্বীকার করেছেন, তিনি আগে ছাত্র শিবির করতেন। বাকিরা রাজনৈতিক মতাদর্শের কথা শিকার করেননি।

এছাড়া আব্দুল্লাহ আল মাহমুদ ও তাওহীদুল ইসলামের নামে বিভিন্ন থানায় রাষ্ট্রবিরোধী, নাশকতা, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী অপপ্রচার, নাশকতা ও উসকানিমূলক প্রচারণার কর্মকাণ্ডে জড়িত।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খন্দকার আল মঈন বলেন, গ্রেফতাররা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন। তারা নিয়মিত জায়গা পরিবর্তন করতেন। তাদের এ কর্মকাণ্ডের জন্য দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই অর্থের জোগান দিতো।

আজ শুক্রবার বিকেলে র‍্যাব-৩ এর এএসপি ফারজানা হক জানান, এবিষয়ে রাজধানীর ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত মামলার ৫ আসামীকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,