For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ভোটের পরে সহিংসতায় নিহত ৪

Published : Friday, 12 November, 2021 at 8:15 PM Count : 80

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণের পরও দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার রাতে ধামরাই উপজেলার কুল্লা ও সুয়াপুর ইউনিয়নে দুটি সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের ৬নং চরে সংঘর্ষে একজন মারা যান। রাজবাড়ী সদরের বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এছাড়া শুক্রবার গোপালগঞ্জের কাশিয়ানীতে কয়েকটি ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

ধামরাই
ঢাকার ধামরাইয়ে ভোটপরবর্তী সহিংসতার বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কুল্লা ও সুয়াপুর ইউনিয়নে এই দুটি সহিংসতার ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুল্লা ইউনিয়নের বড়াকৈর গ্রামের রিফাত রেজওয়ান রাতুল (৩৪) এবং সুয়াপুর ইউনিয়নের কুরঙ্গী গ্রামের নসুর উদ্দিন মোল্লা (৮০)।

পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রাতুলের বাবা আব্দুর রশিদ অভিযোগ করেন, তার ছেলে ইন্টারনেট সংযোগের ব্যবসা করেন। রাতে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

রাতুলের চাচাতো ভাই টিপু মিয়া বলেন, রাতুল কুল্লা ইউনিয়নের নৌকার প্রার্থী কালিপদ সরকারের সমর্থক ছিলেন। নির্বাচনে দুই প্রার্থী হেরে স্বতন্ত্র প্রার্থী হাজী লুৎফর রহমান বিজয়ী হন। এতে ক্ষুব্ধ আরেক পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় রাতুল মারা যান।

ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, সুয়াপুর ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারিতে একজন বৃদ্ধ মারা গেছেন। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে মারামারির সময় স্ট্রোক করে মারা গেছেন।

রাজবাড়ী
এদিকে রাজবাড়ী সদরের বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করা হয়।

জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে আহত হন আব্দুল লতিফ। দ্রুত উদ্ধার তাকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। কিন্তু অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।

বানিবহ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা লতিফ জানান, খবর পেয়ে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলাবহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক নমুনা পর্যবেক্ষণ করছেন।

শেরপুর
শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের ৬নং চরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনপরবর্তী সহিংসতায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। নিহতের নাম নয়ন মিয়া বলে জানা গেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ২৫ জন আহত ও শতাধিক বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় জানান, শুক্রবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। এসব এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় সাজাইল ইউনিয়নের নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলামের সমর্থকরা এলাকায় একটি বিজয় মিছিল বের করে। এতে পরাজিত নৌকার প্রার্থী কাজী জাহাঙ্গীর আলমের সমর্থকরা হামলা চালায়। 

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সমর্থকরা লাঠিসোটা, ঢাল-সড়কি ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত ও অর্ধশতাধিক বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ৮৩৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচনী সহিংসতায় মৃত্যু হয়েছে সাতজনের৷ এর মধ্যে নরসিংদীতে তিনজন, কুমিল্লায় দুজন, কক্সবাজার ও চট্টগ্রামে একজন করে মারা গেছেন৷ এর আগে ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম দফার ভোটে মারা যান ছয়জন৷ এরপর থেকে ভোটের মাঠের প্রচারণায় বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ২৪ জনের৷ সবমিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ৩৭ জনের মৃত্যু হয়েছে৷

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,