For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পরিত্যক্ত ভবনে চলছে স্বাস্থ্য সেবার কার্যক্রম

Published : Wednesday, 10 November, 2021 at 3:21 PM Count : 95

বাগেরহাটেমোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে পরিত্যক্ত ভবনে চলছে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম চলছে। রয়েছে জনবল সংকটও।

সরেজমিনে উপজেলার খাউলিয়া ইউনিয়নে ১৯৮২ সালে স্থাপিত স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ঝুকিপূর্ণ ভবনে প্রতিনিয়ত চিকিৎসা দিচ্ছেন দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আসলাম হোসেন। তিনি অস্থায়ী ভিত্তিতে ডেপুটেশনে রয়েছেন এ কেন্দ্রটিতে। 

২০০৮ সাল থেকে এ পদটি শূন্য রয়েছে। অফিসে চারটি পদ থাকলেও উপস্থিত রয়েছেন দু'জন মেডিকেল অফিসার ও অফিস সহায়ক মো. শাহ আলম তালুকদার। অন্য পদে রয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) মোসা. সজলী আক্তার ও আয়া নাজমা সুলতানা। তারা দু'জনে মাঠ পর্যায়ে রয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল অফিসার আসলাম হোসেন। 

প্রবেশের মূল ফটকে কোনমতে জরাজীর্ণ একটি সাইনবোর্ড ঝোলানো রয়েছে। দীর্ঘদিনের পুরানো ভবনটিতে বাইরে থেকে মনে হয় ভূতের বাড়ি। ভবন নির্মাণের ১০ বছর পর একবার ছাদের সংস্কার হলেও বর্ষা মৌসুমে ছাদ থেকে পড়েছে পানি। এখন কোন মতে খুড়িয়ে খুড়িয়ে চলছে স্বাস্থ্য সেবার কার্যক্রম। 
রোগী দেখার কক্ষে পলেস্তারা খসে খসে পড়ছে বিভিন্ন স্থান থেকে। বাথরুমের দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ব্যবহারে অনুপযোগী। গত বছরে পার্শ্ববর্তী কোয়াটার নতুন একটি ভবনের সংস্কার হলেও এখনও পর্যন্ত হস্তান্তর করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। কাজের মান নিয়ে রয়েছে নানা কথা। কোনমতে দায়সারা ভাবে কাজটি সম্পন্ন হয়েছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

সেবা নিতে আসা একাধিক রোগী বলেন, চিকিৎসা নিতে এসে ভয়ে থাকতে হয়। কখন মাথার ওপর পলেস্তারা খসে পরে। 

বড় ধরনের দুর্ঘটনার আগেই ভবন নির্মাণ ও স্থানান্তরিতের দাবি জানান তারা।  

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন বলেন, খাউলিয়ায় স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পাশেই কোয়াটার ভবন সংস্কার করা হলেও হস্তান্তর হয়নি। হস্তান্তর হলেই ওই ভবনে কার্যক্রম চলবে।

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,