For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ডাকাত আতংকে নির্ঘুম উপকূল!

Published : Tuesday, 9 November, 2021 at 10:58 AM Count : 232

উপকূলীয় জনপদ বরগুনাবেতাগী উপজেলার পৌরসভাসহ সাতটি ইউনিয়নে সর্বত্র ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে। 

সোমবার রাত ১১টার পরই পৌরসভা ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

রাতভর বিভিন্ন পাড়া, মহল্লা, রাস্তাঘাট ও গ্রামে গ্রামে ডাকাতদের প্রতিহত করতে এলাকার শত শত লোক দলবদ্ধ হয়ে পাহারা দিচ্ছেন। এ কাজে বেতাগী থানা পুলিশ এলাকাবাসীদের সচেতন থাকতে বলেছেন।

একইসঙ্গে পৌর শহরসহ উপজেলায় বিভিন্ন স্থানে পুলিশের টহল অব্যাহত রয়েছে। তাতেও বন্ধ হয়নি ডাকাত আতঙ্ক। উপজেলার প্রত্যেকটি মসজিদে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়েছে। 
এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ষ্টাট্যাসের কারণে আতঙ্কে সময় কাটছে উপজেলাবাসীর।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে বেতাগী পৌর শহর, বিবিচিনি  মোকামিয়া, হোসনাবাদ, বুড়ামজুমদার। কাজিরাবাদ ও সরিষামুড়ি ইউনিয়ন বিষখালী নদীর পার্শ্ববর্তী হওয়ায় এসব এলাকায় এখন ডাকাত আতঙ্ক বেশি বিরাজ করছে। বেতাগী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও  ডাকাত আতঙ্ক বিরাজ করছে। রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হলেও আতঙ্ক কমছে না। এ কারণে এলাকার শত শত লোক রাতভর টেঁটা, বল্লম, রড ও লাঠিসোটা হাতে নিয়ে এলাকা ডাকাতমুক্ত রাখতে পাহারা দিচ্ছে। 

পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঢালীকান্দা গ্রামের ভবরঞ্জন ঢালী বলেন, 'রাতে মসজিদ থেকে মাইকিং করে বলা হয়েছে, এলাকায় ডাকাত ঢুকছে আপনারা সচেতন থাকুন। এরপর থেকে আমরা ১০-১২ জনের কয়েকটা দল করে রাতভর পাহাড়া দিয়েছি। তবে এলাকার নারীদের মধ্যে আতংক বেশি ছড়িয়ে পড়ে।'

উপজেলার মোকামিয়া ও হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা সোহাগ ও সিদ্দিক বলেন, গত রাত ১১টার পর পরই মাইকিং শুরু হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে সচেতন থাকার সংবাদ শুনতে পেয়ে এলাকাবাসী একজোট হয়ে ডাকতদের প্রতিহত করতে মহল্লায় পাহারা শুরু করেছি।

গত রোববার রাতে বিবিচিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ সংলগ্ন এলাকার তপন হাওলাদারের বাড়ি থেকে তিনটি গুরু চুরি হয়েছে। এ নিয়ে এলাকায় আতংক আরও বেশি ছড়িয়ে পড়েছে।

তপন হাওলাদার বলেন, আমার তিনটি গরুর আনুমানিক মূল্যে ছিল ২ লাখ টাকা। এই গরু তিনটাই ছিল সম্পদ।

বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, 'উপজেলা জুড়ে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে বিষখালী নদির পাশে এলাকাবাসী ডাকাত প্রবেশ করতে দেখেছে। এরপরই মাইকিংসহ সকলকে সচেতন হতে বলা হয়েছে। এছাড়াও শীতকালে এই উপজেলায় বিষখালী নদীর তীরবর্তী এলাকায় ডাকাতির সম্ভাবনা বেশি থাকে।'

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, 'ডাকাত প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল চলছে। সকলকে সচেতন থাকতে বলা হয়েছে। সন্দেহজনক কাউকে মনে হলে গ্রেফতার করা হবে। পুলিশের টহল অব্যাহত রয়েছে।

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,