For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে'

Published : Thursday, 4 November, 2021 at 12:31 PM Count : 95

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেছেন, 'খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। খেলাই পারে একজন যুবককে মাদকসহ অন্যান্য অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে।'

বুধবার বিকেলে নওগাঁর আত্রাইয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে মুজিব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে শিমুলিয়া যুব সমাজ।

সংসদ সদস্য বলেন, 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাগুলো নতুন করে ফিরিয়ে এনেছেন। আজ তারই উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার বিস্তার ও যুব সমাজকে এতে আগ্রহী করার লক্ষ্যেই প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করছেন। যুবক ও সকল শ্রেণির ছেলে-মেয়েরা সেই স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলার চর্চা করতে পারবে। শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে গ্রামীণ পর্যায়ে খেলাধুলার বিস্তার ঘটাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।'
এস এম সোহাগের সঞ্চালনায় খেলায় সভাপতিত্ব করেন ভোঁপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি জালাল উদ্দিন।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার হিসেবে ছাগল (খাসি) বিতরণ করেন। 

গত ০৫ অগাস্ট ছয়টি দলের অংশগ্রহণে এ টুর্ণামেন্ট শুরু হয়। ফাইনাল খেলায় শিমুলিয়া দুর্জয় ক্লাব ৩-২ গোলে বিজয়ী হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, ইউএনও ইকতেখারুল ইসলাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, রাণীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় কয়েক শত ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করেন। 

-টিকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,