For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে'

Published : Thursday, 4 November, 2021 at 12:04 PM Count : 72

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, 'আমাদের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। কম পানি দিয়ে বেশি ফসল উৎপাদন করতে হবে। খাদ্য উৎপাদনে বিএডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে বিএডিসি কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, সার ও সেচ সেবা সরবরাহ করে যাচ্ছে। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করছে।'

বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর শের-ই-বাংলা নগর মানিক মিয়া এভিনিউ এর বিএডিসি’র সেচ ভবনস্থ অডিটরিয়ামে ‘‘হাইড্রো- জিওলজিক্যাল ইনভেস্টিগেশন অব গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস এসেসমেন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব মাইনর ইরিগেশন’’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মেসবাহুল ইসলাম বলেন, 'খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধান উৎপাদন বৃদ্ধি করতে হবে। পানি ব্যবস্থাপনা বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের খাদ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ধান উৎপাদনের জন্য আমরা সেচের ওপর বেশি নির্ভরশীল। পানির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখার পাশাপাশি উদ্বৃত্ত করতে হবে। স্টাডির মাধ্যমে যেখান থেকে পানি তোলা যায় সেখান থেকে পানি তুলে সেচের আওতা বাড়াতে হবে। বিএডিসি, বিএমডিএ ও পানিসম্পদ মন্ত্রণালয় সেচ নিয়ে কাজ করছে।'

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ক্ষুদ্র সেচ উন্নয়নে জরিপ ও পরিবীক্ষণ ডিজিটালাইজেশনকরণ প্রকল্পের আওতায় আয়েজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিএডিসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. এ কে এম মুনিরুল হক।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিএডিসি’র সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) প্রকৌশলী মো. জিয়াউল হক। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর নির্বাহী পরিচালক আবু সালেহ খান। 

মূখ্য আলোচকের বক্তব্য রাখেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাসফিকুস সালেহীন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ। 

সেমিনারে উপস্থিত ছিলেন বিএডিসি’র সদস্য পরিচালক (অর্থ) মো. আমিরুল ইসলাম, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান, বিএডিসি’র সচিব মো. আশরাফুজ্জামানসহ কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,