For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৯ বছরের শিশুকে দেবী সাজিয়ে কুমারী পূজা

Published : Wednesday, 13 October, 2021 at 5:18 PM Count : 266

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে প্রতিবছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।  এবার দেবী দুর্গার কালসন্ধর্ভা রূপে পূজা করা হয় ৯ বছরের শিশু পূজা চক্রবর্তীকে।

সকাল থেকে কুমারী পূজা দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভীড় করেন এখানে।
 
বুধবার সকালে উপজেলার সাতগাঁও রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে এই কুমারী পূজা হয়।

সকাল সাড়ে ১১টার দিকে কুমারী শিশুকে নতুন কাপড় পরিয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারী মন্দিরে বসানো হয়। সেখানে দেবীর পূজা শুরু করেন পুরহিতরা। পূজা শেষে ভক্তদের জন্য দেবীকে বসিয়ে রাখা হয়।
 
শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি দুর্গা পূজা উদযাপন পরিষদের সহসাধারণ সম্পাদক রজত চক্রবর্তী বলেন, এবার দেবী দুর্গার কালসন্ধর্ভা রূপে পূজা করা হয় ৯ বছরের শিশু পূজা চক্রবর্তীকে।পূজা চক্রবর্তী সুনামগঞ্জ জেলার পাগলা এলাকার বিষ্ণু চক্রবর্তীর মেয়ে। সে একটি স্কুলে ৩য় শ্রেণিতে পড়ে। 

তিনি বলেন, শাস্ত্রে আছে ভগবান জীবাত্মারূপে সব জীবের মধ্যে বিরাজমান। কুমারী পূজাটি স্বামী বিবেকানন্দ প্রচলন করেন। নারীকে দেবী জ্ঞানে সেবা করা, নারীদের শ্রদ্ধা করা, যাতে তাদের শ্রদ্ধার আসনে রাখা হয়, সে জন্য কুমারী নারীর পূজা করা।
সনাতন সেবা সংস্থা বৈদিক-এর মুখপাত্র অপিক দেব বলেন, সনাতন ধর্মে নারীদের দেবী রুপে সম্মান জানিয়ে পূজা করে আসছে। তারই একটি অনুসঙ্গ হচ্ছে শারদীয় দুর্গাপূজার এই কুমারী পূজা। কুমারী পূজার মাধ্যমে আমরা সবাইকে একটি বার্তা পৌঁছে দিতে চাই যে, নারী কখনোই পিছনে থাকতে পারে না। নারীরা দেবী শক্তি, নারী অসুর বিনাশী, নারীরা জাগলেই পুরো বিশ্ব জাগবে এবং সমগ্র বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হবে। 

তিনি বলেন, মুলত ১ বছর থেকে ১৬ বছর বয়সের কন্যা শিশুকে দেবী রুপে পূজা করা হয়ে থাকে এবং প্রতিবছরই দেবীর আলাদা আলাদা নাম নিয়ে এই পূজা করা হয়। সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করে কুমারী পূজার মাধ্যমে দেবী দুর্গার কাছে আরাধনা করলে দেবী সেটা পূরণ করেন।

-আরএ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,