For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহী সীমান্তে ভারতীয় চোরাকারবারির লাশ হস্তান্তর

Published : Saturday, 9 October, 2021 at 11:05 PM Count : 69



রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে ধরা পড়ার পর পানিতে ঝাঁপ দিয়ে ডুবে মারা যাওয়া ভারতীয় চোরকারবারি ভরত মণ্ডলের (৩৩) লাশ হস্তান্তর করা হয়েছে। রাজশাহীর বিজিবি, নৌ—পুলিশ, কাটাখালী থানা পুলিশ লাশ হস্তান্তর করে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় বিজিবি’র রাজশাহীর ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির আওতাধীন ১৫৯/২এস সীমান্ত পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ ও পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

ভরত মণ্ডল ভারতের মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার চকরাজাপুর পশ্চিম কলোনি গ্রামের তারপদ মণ্ডলের ছেলে। গত ২ অক্টোবর দিবাগত রাতে ফেনসিডিল নিয়ে রাজশাহী সীমান্তে এসে তিনি বিজিবির হাতে ধরা পড়েন। এরপর নৌকা থেকে হাতকড়া পরা অবস্থায় পদ্মা নদীতে ঝাঁপ দিলে তাঁর মৃত্যু হয়।

পরদিন রাজশাহী সীমান্তেই তাঁর লাশ পাওয়া যায়। এরপর সেটি উদ্ধার করে ময়নাতদন্তের পর হিমঘরে রাখা হয়েছিল। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করে বিজিবি।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, লাশ হস্তান্তরের আগে কিছু আইনগত প্রক্রিয়া থাকে। সেগুলো শেষ করতে একটু সময় লাগে। তাই পক্রিয়াগুলো শেষ করে লাশ হস্তান্তর করা হলো।

আরএইচএফ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,