For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পাসপোর্টের তালিকায় এবার ১০৮ তম স্থানে বাংলাদেশ

Published : Thursday, 7 October, 2021 at 11:21 AM Count : 81

এবার বিশ্বের শক্তিশালী ১১৬ পাসপোর্টের তালিকায় ১০৮তম স্থানে জায়গা পেয়েছে বাংলাদেশ। তালিকায় বাংলাদেশের সঙ্গে ১০৮ তম স্থানে রয়েছে কসোভো এবং লিবিয়া। এর আগে রয়েছে সুদান আর ঠিক পরেই রয়েছে উত্তর কোরিয়া।

বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১ প্রকাশিত হয় গত মঙ্গলবার (০৫ অক্টোবর)। কোন দেশের পাসপোর্টে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়, এর ওপর ভিত্তি করে এ সূচকটি তৈরি করা হয়।

প্রকাশিত সূচকে বলা হয়, ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ২২৭টি দেশের ভেতর কেবল ৪০টিতে ভ্রমণ করা সম্ভব। এর মধ্যে আফ্রিকার ১৫টি দেশ, ওশেনিয়ার (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যতীত) পাঁচটি, এশিয়ার ছয়টি এবং দক্ষিণ আমেরিকার একটি দেশে যাওয়া যায়।

তবে ইউরোপের কোন দেশেই আগে থেকে ভিসা না করে যেতে পারবেন না বাংলাদেশি পাসপোর্টধারীরা।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। ৬৬তম শক্তিশালী অবস্থানে থাকা দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ৮৭টি দেশে ভ্রমণের সুবিধা পান। প্রতিবেশী দেশ ভারত ৯০ তম, ভুটান ৯৬ তম, শ্রীলংকা ১০৭ তম অবস্থানে রয়েছে। এছাড়া নেপাল ও পাকিস্তান ১১০ ও ১১৩ তম স্থানে রয়েছে।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এশিয়ার দুই দেশ জাপান ও সিঙ্গাপুর। এ দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারবেন বিশ্বের ১৯২টি দেশে।

যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান রয়েছে তালিকার সবার নিচে। দেশটির নাগরিকরা ২৬টি দেশে ভিসা ছাড়া চলাচল করতে পারেন।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,