For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Published : Wednesday, 6 October, 2021 at 6:46 PM Count : 67

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আনুষ্ঠানিক ভাবে ও ভার্চুয়ালে নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাজান আলী, উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আলম, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান, নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস তালুকদার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমূখ। 

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন বলেন, এলজিইডির অর্থায়নে টেন্ডারের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের মেসার্স স্নেহা এন্টারপ্রাইজ এক কোটি ৬১লাখ ৫১ হাজার ৯০৫ টাকা বরাদ্দে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ সমাপ্ত করেছে। নির্মাণের চার বছর পর উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 
একই মডেল ও নির্মাণ সিডিউলে জেলার ১৩টি উপজেলায় এবং জেলা শহরে একটিসহ মোট ১৪টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়। নির্মাণ ব্যয় প্রদান করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং তদারকি করেছেন গণপূর্ত অধিদপ্তর। এই ভবনগুলো নির্মাণের ফলে মহান স্বাধীনতা যুদ্ধের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং অনেকেই দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়ে গেছেন তাদের যেমন স্মৃতি সংরক্ষণ হবে। 

একই ভাবে যেসব মুক্তিযোদ্ধা বীরের ভূমিকা মহান স্বাধীনতা যুদ্ধে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশের স্বাধীনতা ও দেশের লাল সবুজের পতাকা জাগ্রত করেছেন তাদের স্বীকৃতি সংরক্ষণ হবে। সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রত্যেক উপজেলায় এ ধরনের একটি করে নান্দনিক ভবন নির্মাণ করায় মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

-ডিএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,