For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

প্রতীক বরাদ্দের আগেই চলছে প্রচারণা

Published : Sunday, 19 September, 2021 at 2:25 PM Count : 462

মৌলভীবাজারেশ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই কৌশল অবলম্বন করে সংবর্ধনার নামে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী ভানু লাল রায়। 

বিভিন্ন এলাকায় প্রতিদিনই একই ব্যানার নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে নৌকার জন্য ভোট চাইতে দেখা যায় তাকে। 

তার এমন ভিন্ন কৌশলে প্রচারণার এসব অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গেই তীব্র আলোচনা সৃষ্টি হয়।

নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশন যে দিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন সে দিন থেকেই তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। কিন্তু তার কতটুকু মানা হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। 
যেভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা, এভাবে চলতে থাকলে সামনে নির্বাচনী পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি- এমন শঙ্কা প্রকাশ করেছেন শ্রীমঙ্গল বাসীরা।

নির্বাচনী আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ৫ অনুসারে- প্রতীক বরাদ্দের আগে কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিনিধি কোন নির্বাচনী প্রচারণা করতে পারবেন না। 

এদিকে, এই উপনির্বাচনের বাকি তিন প্রার্থী জাতীয় পার্টির মিজানুর রব, স্বতন্ত্র পার্টি আফজল হক ও প্রেমসাগর হাজরা বড় অনুষ্ঠান না করলেও বিচ্ছিন্ন ভাবে উঠান বৈঠক, গণসংযোগ করে যাচ্ছেন। 

তবে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও নির্বাচন কর্মকর্তারা এসব কিছু জানেনই না। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানান তারা।

সরেজমিনে রোববার সকালে শহর ঘুরে দেখা যায়, শহরের মৌলভীবাজার সড়কের নাহার পেট্রোল পাম্পের পাশে সেন মার্কেটে আলোকসজ্জ্বা দিয়ে তৈরি করা হয়েছে নৌকা। শহরের শতাধিক সিএনজিচালিত অটোরিকশা, কার, মাইক্রোবাস ইত্যাদিতে প্রার্থীর ছবি সম্বলিত স্টিকার লাগানো রয়েছে।

শনিবার সন্ধ্যায় শহরের সবুজবাগ প্রবেশ পয়েন্ট থেকে মোটরসাইকেল শো-ডাউন করে নৌকার প্রার্থীকে নিয়ে যেতে দেখা যায়। এমনকি গত শুক্রবার রাত ১০টার দিকে শহরের মৌলভীবাজার সড়কে মোটরসাইকেল শো-ডাউন করে প্রার্থীকে যেতেও দেখা যায়। 

এছাড়া প্রায় প্রতিদিন ‘বিজয়ের মালা আনবো, ০৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিতে ভোট কেন্দ্রে যাব’ কথা সম্বলিত ব্যানার নিয়ে উপজেলা রাধানগর, রুপসপুর, সদর ইউনিয়ন, দক্ষিণ উত্তরসুর, আমানতপুর ইত্যাদি এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের নামে নৌকার জন্য ভোট চাইতেও দেখা গেছে।

স্বতন্ত্র প্রার্থী আফজল হক অবজারভারকে বলেন, নৌকার চেয়ারম্যান প্রার্থী ভানুলাল রায় প্রতীক বরাদ্দের আগেই কৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তা চরম আচরণবিধি লঙ্ঘন। যা কাম্য নয়। প্রতীক বরাদ্দের আগে তিনি প্রচারণা করতে পারেন না। আমরা খুবই হতাশাগ্রস্ত, মর্মাহত। এভাবে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করার ফলে শ্রীমঙ্গলের শান্তি নষ্ট হবে। এমনকি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পরও  পুনরায় এসে চেয়ারে বসেন। আমরা চাই একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন হোক। এখন আচরণবিধি লঙ্ঘনের যে দৃশ্য দেখছি তাতে মনে হচ্ছে একটা ত্রিমুখী দ্বন্দ্ব লাগানোর চেষ্টা চলছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই- একটি ফ্রি ফেয়ার নির্বাচন হোক।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নৌকার মনোনীত প্রার্থী ভানু লাল রায়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অবজারভারকে বলেন, 'আমরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করিনি। আমরা বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কর্মী সভা করছি। আমাদের বিভিন্ন ইউনিয়নের আ’লীগের ওয়ার্ড কর্মীদের নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করছি। সোমবার আওয়ামী লীগের বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে। সেখানে নির্বাচন পরিচালনা কমিটি হবে, সেখান থেকে আমাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।'

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা তপনজ্যোতি অসিম অবজারভারকে বলেন, 'আমাদের কাছে কেউ বা কোন প্রার্থী এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

আগামী ০৭ অক্টোবর এই উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

-আরএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,