For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মালয়েশিয়ায় ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা

Published : Saturday, 18 September, 2021 at 1:19 PM Count : 470

পাম ওয়েল শিল্প এবং বিভিন্ন প্লানটেশন খাতে ৩২ হাজার বিদেশি কর্মী জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ বিভাগ। 

এর আগে পাম ও বৃক্ষরোপণ খাতে তীব্র শ্রমিক সংকটে উৎপাদন ব্যাহৃত হওয়ায় দেশটির চাইনিজ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সরকারকে অনুরোধ করে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য। এরপর সরকারের পক্ষ থেকে বাগান খাতে শ্রমিকের ঘাটতি দূর করতে ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগে অনুমোদন দেয়া হয়। এখন জরুরি প্রয়োজনে উৎস দেশ থেকে বিদেশি কর্মী নিয়োগের প্রস্তুুতি চলছে।
 
শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর) বিকেলে মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী দাতুক সেরী এম সারভানান এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

এ ছাড়া মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএইচআর) স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) এ বিষয়ে  একটি  খসড়া তৈরি করেছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) কাছে একটি বিদেশি শ্রমিক কোয়ারেন্টিন সেন্টার চিহ্নিত করেছে, যেখানে একসঙ্গে ২ হাজার কর্মচারী থাকতে পারবে।

সারাভানান বিবৃতিতে বলেন, রোপণ খাতে শ্রমিকের অভাবে জাতীয় প্রবৃদ্ধি (জিডিপি) বছরে ২০ বিলিয়ন রিঙ্গিত ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে তেল পাম খাতে। কিছু  সময় আগে দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল বিদেশি শ্রম নির্ভরতা কমাতে স্থানীয় নাগরিক নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু  এসব খাতে খাটুনি ও পরিশ্রম বেশি হওয়ায় স্থানীয় নাগরিকরা কাজ করতে আগ্রহী হয়নি। তাই বিদেশি শ্রম দ্বারা শূন্যস্থান পূরণ করা দরকার বলে ব্যাখ্যা করেন মানবসম্পদ মন্ত্রী।
এ দিকে পাম বাগানের শ্রমিক সংকট দূরীকরণে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির চীনা চেম্বার অব কমার্স। চীনা চেম্বার অব কমার্স শুক্রবার এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ পাম অয়েল শিল্পসহ বৃক্ষরোপণ খাতকে স্বস্তি দেবে।

কমার্স বলছে, শিল্প এবং ব্যবসাগুলি কর্তৃপক্ষের সাথে একত্রে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আইন অনুযায়ী নির্ধারিত ন্যূনতম মান এবং আবাসন সুবিধার পাশাপাশি ন্যায়সঙ্গত আচরণের ন্যূনতম শ্রম অনুশীলনের উপর ভিত্তি করে একটি টেকসই অভিবাসী শ্রমিক নিয়োগ ব্যবস্থা তৈরি করা যায়। যাতে করে বিদেশি শ্রমিকরা এ খাতে কাজ করতে আগ্রহী হয়।
 
চাইনিজ কমার্স সভাপতি বলেন, মার্কিন সরকার কর্তৃক মালয়েশিয়াকে সবচেয়ে খারাপ পর্যায়ে নামিয়ে আনার পর দেশটির রেটিং উন্নত করতে ব্যর্থ হলে দেশের ভাবমূর্তি এবং মালয়েশিযার কোম্পানিগুলির সুনাম হুমকির মুখে পড়বে বলেও যোগ করেন চীনা চেম্বার অব কমার্সের সভাপতি দাতুক লো কিয়ান চুয়ান। 

-এএম/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,