For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ভোলায় ধর্ম অবমাননার প্রতিবাদে সমাবেশ: পূজা কমিটির সভাপতি গ্রেফতার

Published : Thursday, 16 September, 2021 at 11:03 PM Count : 424

সামাজির যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে ইসলাম ধর্মের মহানবীকে নিয়ে কু-রুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় ভোলায় শান্তিপূর্ন ভাবে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা উত্তর শাখা।

বৃহস্পতিবার বিকালে শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার রাত পৌনে ৯টায় জানান, সন্দেহভাজন হিসাবে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র কে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ম্যাসেঞ্জারে কটুউক্তির ঘটনার প্রকৃত তথ্য উৎঘাটনের চেষ্টা চলছে।

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, ফেসবুক ম্যাসেঞ্জারে গৌরাঙ্গ ও জয় রাম নামের ২টি আইডিতে চ্যাটিং এর কুরুচিপূর্ণ মন্তব্য স্কিন সট’র ছবি বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় রাতেই ভোলা সদর মডেল থানায় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে নিজে একটি সাধারণ ডায়রি করেন। জিডি নং ৬৯৫। এদিকে রাতে কিছু দুস্কৃতিকারী গৌরাঙ্গ চন্দ্র দে’র ব্যক্তিগত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে গাড়ির কিছু ক্ষতিগ্রস্থ হয়। পুলিশ গৌরাঙ্গ চন্দ্র দে’র বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। দুপুরে উদ্ভুদ্ধ পরিস্থিতিতে ইসলামী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রশাসন।

অপরদিকে কটুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে হাটখোলা মসজিদ চত্বরে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন ভোলা জেলা কমিটি। ইসলামী আন্দোলন ভোলা জেলা (উত্তর) সহ-সভাপতি মাওলানা তাজউদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এম ওবায়দুর রহমান, সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওালানা ইউছুফ আদনান, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ভোলা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম, জাতীয় শিক্ষক ফোরামের ভোলা জেলা সভাপতি কাজী আ. রহমান, ইসলমী যুব আন্দোলনের ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার প্রমূখ।

সমাবেশ থেকে কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রকৃত ঘটনা উৎঘাটনের দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা।

এ সময় আইনশৃংখলা নিয়ন্ত্রণে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমানসসহ পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রকৃত ঘটনা উদঘাটনের কাজ চলছে। গৌরাঙ্গ চন্দ্র দে'কে সন্দেহভাজন হিসাবে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রাতে তাকে আদালতে প্রেরণ করা হয়। তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,