For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শেষ মুহুর্তের প্রচারণায় উৎসবমুখর দেবীগঞ্জ

Published : Tuesday, 14 September, 2021 at 3:05 PM Count : 423

পঞ্চগড়েদেবীগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দিনভর চলছে প্রচার, প্রচারণা। চারদিকে মাইকের শব্দ, পোষ্টারে ছেয়ে গেছে শহরের অনেকখানি জায়গা।

চায়ের দোকানে কিংবা ফুটপাতে সর্বত্রই যেন ভোটের গুঞ্জন। পৌরবাসী যেন মেতেছেন ভোটের উৎসবে। 

দীর্ঘ ছয় বছর পর দেবীগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পর পর দু'বার নির্বাচন স্থগিতের পর আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই নির্বাচনে মেয়র পদে নয় জন, কাউন্সিলর পদে ৬৩ জন, মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। 

রয়েছেন আওয়ামী লীগের চার জন বিদ্রোহী প্রার্থী। তারা হলেন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও আবু বকর সিদ্দিক আবু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুর নেওয়াজ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিউটন। 

ইতিমধ্যেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করেছেন দলের জেলার কমিটির সম্পাদক। 

বিএনপি দলীয় ভাবে কোন প্রার্থী না দিলেও দলটির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতা মোফাখখারুল আলম বাবু ও সরকার ফরিদুল ইসলাম। 

এছাড়াও, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন- মাসুদ পারভেজ  ও জাকরিয়া ইবনে ইউসুফ। 

ইউএনও প্রত্যয় হাসান বলেন, পৌরসভা নির্বাচন ইভিএমের মাধ্যমে নেয়া হবে। নির্বাচন শতভাগ সচ্ছ ও নিরপেক্ষ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দেবীডুবা ইউনিয়নের কিছু অংশ নিয়ে ২০১৪ সালে গঠিত হয় দেবীগঞ্জ পৌরসভা। সীমানা জটিলতায় দীর্ঘদিন নির্বাচন ঝুলে থাকায় পৌর প্রশাসক দিয়ে চলছিল পৌরসভার কার্যক্রম।

নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ১১ এপ্রিল ভোটগ্রহণের কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। এরপর গত ১০ জুন আবারও নির্বাচনের তারিখ দেয় নির্বাচন কমিশন। তখনও স্থগিত হয় নির্বাচন। 

সর্বশেষ আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।

-এইচসি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,