For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পাঁচ লাখ স্মার্ট প্রিপেইড মিটার স্থাপিত হচ্ছে উত্তরাঞ্চলের ৬ জেলায়

Published : Monday, 13 September, 2021 at 6:22 PM Count : 181

বগুড়াসহ উত্তরাঞ্চলের ৬ জেলার নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি এলাকায় পাঁচ লক্ষ স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় স্মার্ট পি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে বগুড়ার বিশেষ নাগরিকদের সাথে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে নেসকোর রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী ইঞ্জি. আব্দুল রশিদ।
 
সভা বক্তারা বলেন, এক সময় বিদ্যুৎ ছিল সোনার হরিন। আওয়ামী লীগ ২০০৮ সালে  ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ মানুষর ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ শুরু করেন। এখন দেশে প্রায় শতভাগ অঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছে গেছে। স্মর্ট প্রি পেমেন্ট কার্ড চালু হলে বিদ্যুদের অপচয় রোধ হবে।

বগুড়াসহ সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাব গঞ্জ, নীফামারী জেলায় ৫ লাখ স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কাজ আগামী ২ সপ্তাহের মধ্যে শরু হবে। 
আগামী ২০২২ সালের মধ্যে এর কাজ সম্পন্ন হবে। এর মধ্যে বগুড়ায় ১ লাখ ৪৫ হাজার মিটার স্থাপন করা হবে বলে জানান নেসকো স্মার্ট প্রিপেইড মিটার প্রকল্প পরিচালকের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক, বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন,  অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
-এ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,