For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সোনারগাঁওয়ে অপহৃত শিশু রাজধানীতে উদ্ধার

Published : Monday, 13 September, 2021 at 2:04 PM Count : 265

নারায়ণগঞ্জেসোনারগাঁও থেকে অপহৃত শিশুকে সাত ঘন্টা পর রাজধানীমহাখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী কাজের মেয়ে শারমিনকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে অপহরণকারী শারমিনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। 

শিশু জাফনাথ সাঈদা জবাকে রোববার বিকেলে উপজেলার মোগরাপাড়া বাজার এলাকায় তাদের ভাড়া বাসা থেকে রোববার বিকেলে জবাকে অপহরণ করে নিয়ে যায়। 
এ ঘটনায় রোববার রাতে অপহৃত জবার বাবা জহিরুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। 

জানা যায়, জবার মা উম্মে সালমা ৩৪ তম বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত রয়েছেন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে। বাবা মো. জহিরুল ইসলাম নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী। দু'জনেই কর্মজীবী হওয়ার কারণে জবাকে দেখাশোনার জন্য গত ২৫-২৬ দিন আগে লালমনিরহাট থেকে শারমিন নামের এক কাজের মেয়েকে মোগরাপাড়ার ভাড়া বাসায় নিয়ে আসেন। 

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কাজের মেয়ে শারমিন কৌশলে জবাকে অপহরণ করে বাড়ি থেকে পালিয়ে যায়। জবাকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে বিষয়টি জবার মায়ের সন্দেহ হয়। তিনি বাসার আশপাশে জবাকে খুঁজে না পেয়ে জবার বাবাকে বিষয়টি জানান। পরে তারা জবাকে খোঁজাখুঁজি শুরু করেন। সন্তান হারিয়ে মা-বাবা উন্মাদ হয়ে পড়েন। বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে জানালে বিস্তারিত জেনে শিশু জবাকে উদ্ধারে নামে।

ঘটনার পর অপহরণকারীর শারমিনের মাকে রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার মায়ের দেয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও সাত তলা বস্তি এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সেখানে না পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী ফ্লাইওভারের নীচে অভিযান চালিয়ে অপহরণকারী শারমিনকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত শিশু জবাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অপহরণকারী শারমিন মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে শারমিন ড্যান্ডি, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়মিত সেবন করে। এছাড়াও খারাপ ছেলেদের সঙ্গে তার সখ্যতা রয়েছে। অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তাকে অপহরণ করেছিল সে। 

অপহৃত শিশু জবার বাবা অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন, জবাকে হারিয়ে আমরা পাগলপ্রায় হয়ে গিয়েছিল। পুলিশ জবাকে উদ্ধারে চেষ্টা সন্তোষজনক। পুলিশের তৎপরতায় জবাকে আমাদের কোলে পেয়ে মনে হয় আমাদের নতুন জীবন ফিরে এসেছে। জবাকে উদ্ধারে যারা সহযোগিতা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, অপহৃত শিশুকে সাত ঘন্টা চেষ্টার পর উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

-এইচএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,