For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সেপটিক ট্যাংকিতে নেমে দু'জনের মৃত্যু

Published : Friday, 3 September, 2021 at 10:53 PM Count : 473

নরসিংদীমনোহরদীতে সেপটিক ট্যাংকিতে নেমে দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার দুপুরে উপজেলার চরমান্দালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনতলা গ্রামের হাসিম উদ্দিনের ছেলে হাসান মিয়া (৩২) ও চরমান্দালিয়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে মোবারক (১৬)।

গুরুতর আহত সজিবকে (২০) বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের লালু মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ চলছিল। শুক্রবার দুপুরে সেপটিক ট্যাংকের শাটারের বাঁশ ও কাঠ খুলতে নির্মাণ শ্রমিক মিনহাজুল হাসান মিয়া ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কথা শোনা যাচ্ছিল না। পরে বাড়ীর মালিক লালু মিয়ার প্রতিবেশী মোবারক ও সজিবকে ডেকে আনেন।

হাসানের খোঁজ করতে প্রথমে ভেতরে নামেন মোবারক। কয়েক মিনিট পর তারও কোন খোঁজ না পাওয়া যাচ্ছিল না। পরে সজিব সেখানে নামেন। কিছুক্ষণ পর তার কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ডাক-চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা সেপটিক ট্যাংক ভেঙে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। হাসান ও মোবারককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজিবকে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকায় ভেতরে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছিল। গ্যাসের বিষক্রিয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

-এইচআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,