For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কুবিতে বন্ধ ক্যাম্পাসে ক্রীড়া সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের ক্ষোভ

Published : Wednesday, 1 September, 2021 at 11:43 AM Count : 788

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগ ও হলসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

তবে বন্ধ ক্যাম্পাসে ক্রীড়া সামগ্রী বিতরণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম। 
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী আহমদ আলী বোখারী ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো। যেমনটা  তীব্র শীতের দিনে বৃষ্টি। যেখানে শিক্ষার্থীরা হতাশার চরম পর্যায়ে পতিত হয়ে প্রশাসনের কাছে পরীক্ষার তারিখ জানার জন্য পাগলপ্রায়, যেখানে মিটিং এর পর প্রশাসন একটি মার্জিত সিদ্ধান্তে পৌঁছাবে, সেখানে নাকি প্রশাসন বন্ধ ক্যাম্পাসে ক্রীড়া সামগ্রী বিতরণ করছে। এটি খুবই হতাশাজনক, বোঝা যায়, সাধারণ শিক্ষার্থীদের চাহিদার কোন মূল্য নেই। জানি না, ভিসি স্যার এত বিচক্ষণ হয়েও কে বা কাদের এমন মতামতে প্রভাবিত হয়।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোমাইয়া আক্তার বলেন, পাঁচ বছর পেরিয়ে যাচ্ছে অথচ স্নাতক শেষ হয়নি। কোন বিভাগ কত বছর জটে আছে তার খোঁজখবর না নিয়ে বন্ধ ক্যাম্পাসে ক্রীড়া সামগ্রী বিতরণ করছে। ব্যাপারটা খুবই হাস্যকর। চতুর্থ বর্ষের পরীক্ষা নেওয়ার অনুমতি দিচ্ছেন তার জন্য সাধুবাদ জানাই। কিন্তু যারা এখনো ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দিতে পারেনি তারা কি করবে? আমার প্রশ্ন এটাই যে, বর্তমান পরিস্থিতিতে এখানে শিক্ষার্থীদের পরীক্ষার চেয়ে কি খেলার ক্রাড়া সামগ্রী বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো প্রশাসনের নিকট?

একই বিভাগের শিক্ষার্থী সানজিদা কাওসার ঋতু বলেন, বিনোদনের চেয়ে আমাদের মৌলিক চাহিদা শিক্ষা বেশি জরুরী। যেখানে শিক্ষার্থীরা আটকে থাকা পরীক্ষা নিয়ে বার বার তাগাদা দিচ্ছে সেখানে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রশাসনের একধরনের প্রহসন।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদন ও খেলাধুলার প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের জন্য আগামীতে আরও ভাল কাজ হবে।

ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের জন্য ফুটবল, ভলিবল, দাবা এবং চারটি হলের জন্য ফুটবল, ভলিবল, দাবা, ব্যাডমিন্টন র‍্যাকেট, স্ট্যান্ডসহ ক্যারাম বোর্ড ও টেবিল টেনিস বোর্ড।

-এসবি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,