For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রোহিঙ্গা ক্যাম্পে ভূয়া এএসপিসহ আটক ৩

Published : Friday, 27 August, 2021 at 2:26 PM Count : 127

কক্সবাজারেউখিয়ারোহিঙ্গা ক্যাম্পে ভূয়া এএসপিসহ তিন জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

বৃহস্পতিবার বিকেলে বালুখালী পানবাজার ক্যাম্প-৮ ইষ্ট রোহিঙ্গা ক্যাম্পের রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার বরফা পশ্চিম শুকতাইল এলাকার মো. আহসান ইমাম, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মো. মানসুর রহমান ও পটুয়াখালীর গলাচিপার মো. মিন্টু।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, ক্যাম্প-৮ ইস্ট এর চেকপোস্টে এপিবিএন পুলিশ সদস্যদের সিগনাল অমান্য করে সামনে এবং পেছনে “পুলিশ” স্টীকারযুক্ত একটি টয়োটা এ্যাভেঞ্জা গাড়ি ক্যাম্পের ভেতরে গিয়ে সিআইসি ৮-ইস্ট এর অফিসের সামনে গিয়ে দাঁড়ায়। পুলিশ সদস্যরা সেখানে এসে গাড়িতে থাকা ব্যক্তিদের নাম-পরিচয় জানতে চাইলে গাড়িতে থাকা একজন নিজেকে  পুলিশের এএসপি পিয়াল হিসেবে পরিচয় দেন। বিস্তারিত জানতে চাইলে তিনি নিজেকে ৩৪তম বিসিএস পুলিশের একজন সদস্য, যার বিপি নং-৩৩০৭১৭ এবং পোস্টিং পুলিশ হেডকোয়ার্টার, মিন্টো রোড, ঢাকা বলে জানায়। কথাবার্তায় সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা ক্যাম্প কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশের সদস্য নয় বলে স্বীকার করেন। তাদের মধ্যে মো. আহসান ইমাম নিজেকে কখনও এডিসি, কখনও এএসপি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। 

জানা গেছে,  গাড়িতে মো: আমানুল্লাহ পলাশ নামধারী একটি পুলিশ সার্জেন্টের আইডি কার্ডও পাওয়া যায়। যেটি গাড়িতে থাকা কোন ব্যক্তিদের নয় এবং প্রতারণার কাজে এটি ব্যবহৃত হয় বলে ধারণা করা হচ্ছে।

আটক ব্যক্তিদের পরিচয়, কার্যক্রম ও মিথ্যা পরিচয় দিয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রবেশের কারণ সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানসহ উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ।  

এ ঘটনায় বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পে একটি জিডি করা হয়েছে বলেও জানান তিনি।

-এফএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,