For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৫ পান জুমের ৩ হাজার পানগাছ কর্তন, থানায় মামলা

Published : Thursday, 26 August, 2021 at 9:53 PM Count : 465

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বেলুয়াপুঞ্জির পাঁচটি জুমের প্রায় তিন হাজার পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নিকটবর্তী ডলুছড়াপুঞ্জির লোকজনের পাশে দাঁড়ানোর জের ধরেই গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ পুঞ্জির বাসিদের। 

এ ঘটনায় বুধবার রাতে কুলাউড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগিরা।

মামলার এজাহার ও বন বিভাগ সূত্রে জানা যায়, ডলুছড়া ও বেলুয়া পাশাপাশি দুটিপুঞ্জি। ডলুছড়ায় ৫০টি ও বেলুয়াপুঞ্জিতে ৭০টি খাসিয়া পরিবারের বসবাস করছেন। পান চাষ ও বিক্রি করে তাদের জীবিকা চলে। ডলুছড়ায় প্রায় ১০ হেক্টর টিলাভূমির মালিকানা নিয়ে পুঞ্জির লোকজনের সঙ্গে বন বিভাগের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি বন বিভাগের স্থানীয় মুরইছড়া বিটের উদ্যোগে সেখানে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বনজ গাছের বাগান করা হয়। বনায়নে ৫০ জন উপকারভোগীর একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। উপকারভোগীদের বাড়ি আশপাশের বিভিন্ন এলাকায়। ১০ আগস্ট ওই বাগানের ২৫ হাজার চারাগাছ উপড়ে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই বন বিভাগের মুরইছড়া বিটের বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার কুলাউড়া থানায় মামলা করেন। এতে ডলুছড়া পুঞ্জির মন্ত্রী (পুঞ্জি প্রধান) লবিং সুমেরসহ কয়েকজনকে আসামি করা হয়। 

এ ঘটনার জের ধরে পরদিন ১১ আগস্ট বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা পান কিনতে ডলুছড়াপুঞ্জিতে যেতে চাইলে বন বিভাগের উপকারভোগী লোকজন রাস্তায় তাঁদের বাধা দেন। এ নিয়ে পুঞ্জির লোকজন ও উপকারভোগীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় পার্শ্ববর্তী বেলুয়াছড়া পুঞ্জির লোকজন ডলুছড়া পুঞ্জির পক্ষে এগিয়ে আসেন। পরে বিরোধ মিটমাটে ১৮ আগস্ট দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি বৈঠক হয়। সেখানে উপজেলা চেয়ারম্যান, পুলিশের কর্মকর্তাসহ উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিরোধপূর্ণ জমিতে আপাতত কোনো পক্ষকে না যেতে বলা হয়। 
 
এ ছাড়া ২৩ আগস্ট প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা জমি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে সিদ্ধান্ত হয়। কিন্তু এর মধ্যেই বুধবার সকালে বেলুয়া খাসিয়া পুঞ্জির লোকজন কাজ করতে গিয়ে দেখেন, তাঁদের পাঁচটি জুমের অধিকাংশ গাছের গোড়া কাটা। পুঞ্জির মন্ত্রী হেনরি তালাংয়ের ৫০০টি, পারমিত চিরামের ৮০০, উইলসন আমলেরংয়ের ৪০০, রতন রিচিলের ৬০০ ও রেনিউইস পলংয়ের ৫০০টি পানগাছ কাটা পড়েছে। 
বুধবার (২৫আগষ্ট) রাত ১১টার দিকে পুঞ্জির মন্ত্রী হেনরি তালাং বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেন। এতে স্থানীয় টাট্রিউলি গ্রামের বাসিন্দা রফিক মিয়া,বশির আলী, হারিছ আলীসহ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করেছেন। আসামিরা বন বিভাগের করা বিভিন্ন বাগানের উপকারভোগী। মামলার এজাহারে বলা হয়েছে, পানগাছ কাটায় পুঞ্জির বাসিন্দাদের সাড়ে ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় খাসি-গারোদের আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠন কুবরাজের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং বলেন, খাসিয়াদের উচ্ছেদ করার উদ্দেশে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ডলুছড়াপুঞ্জির ঘটনার জের ধরেই বেলুয়া পুঞ্জির ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,