For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কমলগঞ্জে বিধবার চলাচলের রাস্তা কেটে অবরুদ্ধ

Published : Thursday, 26 August, 2021 at 2:43 PM Count : 520

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের এক বিধবার চলাচলের রাস্তা কেটে জোরপূর্বক দখল করে তাকে অবরুদ্ধ করেছে প্রতিবেশী। বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের জানানোর পর বুধবার রাতে বিধবা নারীর বাড়ি থেকে ১০টি গাছ কাটাসহ মহিলাকে নির্যাতন করেছে ওই দুর্বৃত্তরা।

আহত বিধবাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে (২৪ আগষস্ট) সুবেদা বেগমবের বাড়িতে ঘটনাটি ঘটে।

সরেজমিনে দেখা যায়, গত ২৩ আগস্ট দিবাগত রাতে কাটাবিল গ্রামের অসহায় বিধবা সুবেদা বেগমের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি কেটে জমির সাথে মিশিয়ে দেয় প্রতিবেশী মদরিছ মিয়ার ছেলে ইদ্রিছ মিয়াসহ (৪০) কতিপয় দুর্বৃত্তরা। তারা বিধবার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা কেটে কলাগাছ লাগিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে স্বামীহারা সুবেদা বেগম বাড়ির ভিতর অবরুদ্ধ জীবনযাপন করছেন।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বিধবা মহিলা সাংবাদিকদের কাছে অভিযোগ করায় রাতে বিধবার বাড়িতে লাগানো কাঁঠাল, পেয়ারা ও আমের ১০টি গাছ কেটে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করায় সুবেদা বেগমের উপর হামলা ও নির্যাতন চালানো হয়। 
স্থানীয়রা বিধবা মহিলাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কাটাবিল গ্রামবাসী জানায়, ‘একটি কুচক্রী মহলের যোগসাজশে প্রতিবেশী ইদ্রিস আলী ও তার সাঙ্গপাঙ্গরা মিলে বিধবা সুবেদা বেগমের বাড়ির রাস্তা কেটে কলা গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ ঘটনায় বাড়ির মালিক হুছনা খাতুন উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের সহযোগিতা কামনা করেন।’

সুবেদা বেগম বলেন, ‘প্রায় ৬ মাস থেকে প্রতিবেশী ইদ্রিছ আলী তার সহযোগীদের নিয়ে আমাকে বাড়িছাড়া করার জন্য হুমকি দিয়ে আসছে। সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বেশ কিছু জমি ইদ্রিছ আলী ভোগদখল করে আসছেন। এরমধ্যে বাড়ির প্রবেশ পথের রাস্তাটি কেটে জমিতে পার্শ্ববর্তী খাস জমিতে মিশিয়ে দিয়ে চলাচল বন্ধ করে দেয়। পরে রাস্তা বন্ধের বিষয়টি আদমপুর ইউপি চেয়ারম্যান ও কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ এসে রাস্তা খুলে দিতে বলে। এছাড়া স্থানীয় চেয়ারম্যান একাধিকবার সালিশ করলে তারা তাদের কথা শুনতে চায়নি। এরপর থেকেও হুমকি অব্যাহত রাখে গত সোমবার আমার চলাচলের রাস্তায় কলাগাছ লাগিয়ে বন্ধ করে দেয়। সাংবাদিকরা আসায় মঙ্গলবার রাতে দ্বিতীয় দফা বাড়ির ১০টি গাছ কেটে ফেলে। এতে বাধা দিলে আমাকে মারধর ও নির্যাতন করে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এঘটনায় থানায় মামলা দেয়া হচ্ছে বলে তিনি জানান।’

এ ব্যাপারে আদমপুর স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘একটি কুচক্রি মহলের ইন্ধনে সন্ত্রাসী ইদ্রিছ আলী এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে ডাকাতি, জমি দখল, মাদকসহ নানা অপকর্ম করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিকবার সালিশ বৈঠক করে এসব অপকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশ ও আমার কথা তারা মানেনি। এলাকাবাসী এই ইদ্রিছ আলী গংদের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠছে। সর্বশেষ মঙ্গলবার রাতে মহিলার বাড়ির গাছ কর্তন ও মারধর করে আহত করেছে।’

বিধবা মহিলার রাস্তা বন্ধ করে দেয়ার বিষয়ে ইদ্রিছ আলীকে পাওয়া না গেলেও তার স্ত্রী আখারুন বেগম বলেন, ‘এটি রাস্তা নয়, আমরার জমিতে কলাগাছ রোপণ করেছি।’
 
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, ‘শীঘ্রই বিধবার রাস্তা উদ্ধার করে দেওয়া হবে। নির্যাতনের বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, ‘এঘটনায় থানায় অভিযোগ হয়েছে এবং আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’

-এসএস/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,