For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বাবা-মায়ের হাতে প্রবাসী খুন

Published : Thursday, 26 August, 2021 at 2:25 PM Count : 621

ময়মনসিংহ জেলার গফরগাঁয়ের পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে বাবা, মা ও ভাইয়ের হাতে খুন হলো শারফুল ঢালী (২৮) নামে এক প্রবাসী যুবক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মা হোসেনা আরাকে (৪৫) আটক করলেও অভিযুক্ত বাবা ইসহাক ঢালী (৫৫) ও ছোট ভাই আশরাফুল ঢালী (২৫) পলাতক রয়েছে।

জানা যায়, উপজেলার চাকুয়া গ্রামের ইসহাক ঢালীর ছেলে প্রবাসী শারফুল দীর্ঘ ৮ বছর লেবাননে  ভালো বেতনে চাকরি করতো । গত ছয় মাস আগে শারফুল দেশে ফিরে আসে। প্রবাসে কর্মরত অবস্থায় আয়-রোজগারের সমস্ত টাকা তার পিতার নামে দেশে পাঠিয়ে দিতো। দেশে ফেরত আসার পর তার পিতা তাকে কোন টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে টাকা-পয়সা নিয়ে ঝগড়ার একপর্যায়ে পিতা ইসহাক ঢালী, মা হোসেনা আরা ও ছোট ভাই আশরাফুল ঢালী লোহার রড ও শাবল দিয়ে শারফুল ঢালীর মাথায়, পা ও বুকে এলাপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে প্রায় অর্ধমৃত অবস্থায় বসতঘরে তালাবন্ধ করে রাখে। শারফুল ঢালীর চিৎকারে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করতে গেলে ইসহাক ঢালী, হোসনে আরা, আশরাফুল ঢালী ধারালো অস্ত্র নিয়ে এলাকাবাসীকে ধাওয়া করে। ওই দিন বিকালে খবর পেয়ে পাগলা থানা পুলিশ শারফুল ঢালীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে  বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শারফুল ঢালীর মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী নুরুল ইসলাম মাস্টার জানান, বিদেশ থেকে পাঠানো টাকা নিয়ে ছেলে শারফুল ঢালীর সাথে তার পিতা-মাতার প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকালে ঝগড়ার একপর্যায়ে আশরাফুল ঢালীকে তার মা-বাবা ও ভাই মিলে লোহার রড, শাবল দিয়ে এলাপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে তালা দিয়ে রাখে।

ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন জানান, নিহত শারফুল ঢালীর সাথে তার পিতা-মাতা ও ভাইয়ের ঝগড়া হয় টাকা পয়সা নিয়ে। পরে তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, হত্যা মামলা দায়েরে প্রস্ততি চলছে। অভিযুক্ত মা হোসনে আরাকে আটক করা হয়েছে। বাবা ও ভাইকে আটকের চেষ্টা চলছে।

-এমএ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,