For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মির্জা আব্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

Published : Sunday, 22 August, 2021 at 9:08 PM Count : 98



বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারের ২০০ কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানে নেমেছে।
রোববার কমিশনের প্রধান কার্যালয়ে দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ কমিশন থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনুসন্ধানের দায়িত্ব দুর্নীতি দমন কমিশন উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে দেয়া হয়েছে।

আনোয়ার হোসেন হাওলাদার জানান, সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে খিলগাঁও মৌজায় রেলওয়ের ৩১ শতাংশ জমি অবৈধভাবে নিজ নামে অবমুক্ত ও নামজারী করেন। একই মৌজাভুক্ত বিভিন্ন দাগ খতিয়ানে আরো ১৫০ কাঠা জমি দুর্নীতির মাধ্যমে ক্রয় ও খিলগাঁও পুনর্বাসন এলাকার পার্কের জায়গায় প্লট তৈরি করে নিজ নামে/বেনামে বরাদ্দ নিয়ে ২০০ কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাৎসহ গুলশান বনানীর ৫০ থেকে ৬০ কাঠা জমি আত্মসাতের অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এ বিষয়ে মির্জা আব্বাসের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০১-২০০৬ সময়ে মির্জা আব্বাস বিএনপি সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালযয়ের মন্ত্রী ছিলেন। তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ওই সময় তার বিরুদ্ধে দুদকের করা আরেকটি মামলা বিচারাধীন রয়েছে।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,