For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মহানন্দার তীর হচ্ছে পর্যটকদের ওয়াকওয়ে

Published : Friday, 20 August, 2021 at 11:31 AM Count : 577

করোনায় টানা বিধিনিষেধের পর খুলে দেয়া হয়েছে পর্যটন কেন্দ্রসমূহ। এই বিধিনিষেধের সময়ে পঞ্চগড়েতেঁতুলিয়ার পর্যটন শিল্পের উন্নয়ন ঘটাতে থেমে ছিল না প্রশাসন। 

পর্যটকদের দৃশ্য উপভোগের জন্য উপজেলার পর্যটনের প্রাণকেন্দ্র ডাকবাংলোর পিকনিক কর্ণারের পশ্চিম সীমানা গেট সংলগ্ন মহানন্দা নদীর তীরে থাকা দোকানপাট সরিয়ে অন্যত্র স্থানান্তর করে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই উন্মুক্ত জায়গায় পর্যটকদের জন্য গ্যালারি ও ওয়াকওয়ে তৈরি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

এখন থেকে মহানন্দার তীরের উচু টিলার উপর নির্মিত ডাকবাংলোয় দাঁড়িয়ে মুগ্ধচিত্তে দর্শন করা যাবে পৃথিবীর সুউচ্চ পর্বতশৃঙ্ঘ হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা। 

ভৌগলিক অবস্থানগত কারণে পর্যটন শিল্পে সমৃদ্ধ করেছে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দৃশ্য উপভোগের বিষয়টি। এ স্থানটি দেশের একমাত্র স্থান, যেখান কাছে দাঁড়িয়ে শরৎ-শীত-হেমন্ত ঋতুতে (সেপ্টেম্বর-নভেম্বর) ও (ফেব্রুয়ারি-মার্চ) এর মেঘমুক্ত নীল আকাশে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয় ও তিব্বত পর্বতমালার অংশ বিশেষ তুষার ও বরফ আচ্ছাদিত সাদা শুভ্র তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপবৈচিত্র্য চমৎকার ভাবে উপভোগ করা যায়। প্রতি বছর অগণিত দেশি-বিদেশী ভ্রমণপিপাসু পর্যটক ভ্রমণ করে থাকেন এ অঞ্চলটিতে।
তেঁতুলিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজমের পর্যটনকর্মী এম আতিকুজ্জামান শাকিল, আশরাফুল ইসলাম, মোবারক হোসাইনসহ বেশ কয়েকজন বলেন, আমরা দীর্ঘদিন ধরেই মহানন্দার তীর ঘেষা স্থাপনাগুলো অন্যত্র সরিয়ে জায়গাটি উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়ে আসছিলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, পর্যটনের অপার সম্ভাবনার জায়গা দেশের উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে সমাগম ঘটে থাকে। দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটকদের কথা চিন্তা করে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। পর্যটকরা মহানন্দা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন, একইসঙ্গে ডাকবাংলো পিকনিক কর্ণার থেকে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতকে ভালো ভাবে দেখতে পান, সে জন্য ওয়াকওয়ে ও গ্যালারি তৈরির কাজ শুরু করেছি।

উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, আমরা একটি আধুনিক পর্যটন নগরী গড়ার পরিকল্পনা গ্রহণ করেছি। পরিকল্পনা অনুযায়ী উপজেলা সদরের প্রাণকেন্দ্র মহানন্দা নদীর তীরঘেষা সুউচ্চ টিলার ওপর অবস্থিত বিনোদন কেন্দ্র পিকনিক কর্ণার ও ডাকবাংলোকে সাজাতে কাজ করছি। পাশাপাশি পিকনিক কর্ণারটির পাশে বন বিভাগটিকে ইকোপার্ক গড়ার কাজ চলছে। চিড়িয়াখানার আদলে এখানে বিভিন্ন প্রাণী আনা হবে। যাতে করে পর্যটকরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ ছাড়াও এখানে চিত্তবিনোদন উপভোগ করতে পারেন।

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,