For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ঘুষ নেয়ার অভিযোগে ভুমি অফিসের নায়েব অবরুদ্ধ

Published : Wednesday, 18 August, 2021 at 11:14 AM Count : 456

ময়মনসিংহেগফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়ন ভুমি অফিসের নায়েব রমেন্দ্র বিশ্বাসকে ঘুষ ছাড়া সেবা না দেওয়ার অভিযোগে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ভুমি মালিকরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচভাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভুমি অফিসের ভেতরে নায়েবকে অবরুদ্ধ করে রাখা হয়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তাজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি) কাবেরী রায় ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ক্ষুব্ধ এলাকাবাসী।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাঁচবাগ ইউনিয়ন ভুমি অফিসে ঘুষ ছাড়া ভুমি সেবা পাওয়া যায় না। নামজারী বা খারিজ করতে ভুমি অফিসে আসা প্রায় প্রত্যেকের কাছ থেকেই অতিরিক্ত অর্থ আদায় করেন নায়েব। ঘুষ দেওয়ার পরও মাসের পর মাস ভুমি অফিসে ঘোরাঘুরি করে নামজারি, খারিজ ও খাজনা পরিশোধ করতে হয়।
নলচিরা গ্রামের মৃত মিলনের স্ত্রী পান্না খাতুনের (৪৫) নিকট থেকে ২০ হাজার টাকা, চৌকা গ্রামের আ. সাত্তারের ছেলে জসিম উদ্দিনের (৪৫) নিকট থেকে আট হাজার টাকা, উত্তরহারিনা গ্রামের সুরুজ মিঞার ছেলে নজরুল ইসলামের (৪২) নিকট থেকে ৪৫ হাজার টাকা ও চর শাকচূড়া গ্রামের আ. সালামের ছেলে হুমায়ুন কবিরের (৪৫) নিকট থেকে ৩৮ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন নায়েব রমেন্দ্র বিশ্বাস। এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়। 

মঙ্গলবার সকালে দিঘির পাড়া এলাকার কামরুল ইসলাম ০.৪৮৫০ একর জমির ভুমি উন্নয়ন কর পরিশোধ করেন। ভুমি উন্নয়ন কর পরিশোধ রশিদে ২৮৫ টাকা লেখা থাকলেও তার নিকট থেকে ১৬ হাজার টাকা দাবি করেন ওই নায়েব। কামরুল ইসলাম বাধ্য হয়ে এই টাকা দেন। 

এ সময় উপস্থিত কয়েকজন এর প্রতিবাদ করে। সাব্বির আলিম মন্ডল নামে একজন ফেসবুক আইডি থেকে এ ঘটনা লাইভ করে। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি করে। আশপাশের ভুক্তভোগী লোকজন এসে নায়েব রমেন্দ্র বিশ্বাসকে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে ইউএনও মো. তাজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি) কাবেরী রায় ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিয়ে নায়েবকে উদ্ধার করেন। 

ইউএনও বলেন, বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্ত রমেন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে আপাতত দ্বায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। 

-এমএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,