For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ: ফখরুল

Published : Tuesday, 17 August, 2021 at 1:45 PM Count : 368

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়া বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ বিনা উস্কানিকে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাজারে ফুল দিতে গিয়ে পুলিশের হামলায় অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

বিএনপি মহাসচিব বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, লাঠিচার্জ করেছে। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমরা সরকার ও পুলিশের এই হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি।

ফখরুল বলেন, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা শত বাধা উপেক্ষা করে মাজারে উপস্থিত হয়েছে এবং শেষ পর্যন্ত তারা কবর জিয়ারত করেছে। 
তিনি বলেন, বর্তমান সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য তারা পুলিশ দিয়ে নির্যাতন ও গুলি করে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে চায়। 

‘আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে। আর এই আন্দোলনে উত্তর ও দক্ষিণ কমিটি নেতৃত্ব দেবে এই প্রত্যাশা আমরা করি।’ 

বিএনপি মহাসচিব বলেন, আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও পুলিশের নির্যাতনের তীব্র নিন্দা জানাই। 

আজকের ঘটনায় কতজন আহত হয়েছেন- জানতে চাইলে তিনি বলেন, অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। এখনও আমরা হিসাব করিনি।

বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে- এমন অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শান্তিপূর্ণভাবে ফুল দিতে এসেছিল নেতাকর্মীরা। সেখানে উসকানির তো প্রশ্নই উঠে না, বরং পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। 

এর আগে সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি জিয়ার মাজারে ফুল দিতে যায়। এ সময় চন্দ্রিমা উদ্যানের সব গেট বন্ধ ছিল। 

পরে অনেকেই আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠের পাশের দেয়াল টপকে জিয়ার মাজারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও গুলি ছোড়ে। এতে অনেক নেতাকর্মী আহত হন। এছাড়া বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন। তবে সংঘর্ষের পর নেতাকর্মীরা আবার ঐক্যবদ্ধ হয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,