For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

হাতিয়ায় সেচ্ছাশ্রমে নদীর তীর রক্ষা

Published : Tuesday, 17 August, 2021 at 1:00 PM Count : 657

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এলাকাবাসীর উদ্যোগে আফাজিয়া বাজার এলাকায় চলছে ভাঙন রোধে নদীর তীর রক্ষার কাজ। মেঘনার ভাঙন থেকে নিজেদের বাড়ি-ঘর, বিদ্যালয়, মাদ্রাসা, বাজার ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা রক্ষার জন্য নিজেদের অর্থায়নে এ কাজ করছে স্থানীয়রা। উপকূলবাসীর এমন কাজের খবর পেয়ে তা পরিদর্শনে এসেছেন হাতিয়া আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

সোমবার বিকেলে তিনি নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ফেলা স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী। 

সংসদ সদস্য স্থানীয়দের এমন কাজকে স্বাগত জানিয়ে বলেন, হাতিয়া দ্বীপ অঞ্চলের মানুষের কাছে নদী ভাঙন সবসময় কষ্টের। ভাঙনে অনেকেই অনেক কিছু হারিয়েছেন। সরকারের পাশাপাশি আপনারা নদীর ভাঙন ঠেকাতে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যই প্রশংসনীয়। আমি আপনাদের এক কাজের সফলতা কামনা করছি। ভাঙন রোধে আপনাদের এ কাজে যে সহযোগিতা লাগে তা আমি করবো।  এসময় উপস্থিত ছিলেন তীর রক্ষা কমিটির সভাপতি মহি উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক মহি উদ্দিন মুহিনসহ অনেকে।
 
এলাকাবাসী জানায়, স্বাধীনতার পর থেকে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলিন হয়েছে উপজেলার হাজার হাজার বাড়ি-ঘর, শত শত বাজার, বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ইতোমধ্যে নদী গর্ভে বিলিন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়ন। সরকারের পক্ষ থেকে নদী ভাঙন রোধে প্রায় ২ হাজার ২৩২ কোটি টাকা বায়ে উদ্যোগ গ্রহণ করা হলেও করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যায় প্রকল্পটি। কিন্তু বন্ধ হচ্ছে না নদী ভাঙন, তাই নিজস্ব অর্থায়নে নিজেদের উদ্যোগে প্রাথমিকভাবে ৭শ মিটার নদীর তীরের ভাঙন রোধে কাজ শুরু করেছে স্থানীয় লোকজন। আর তাতে প্রাথমিক ব্যায় দরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। সাধারণ লোকজনের পাশাপাশি এই কাজে জনপ্রতিনিধিরাও এগিয়ে এসেছেন, সহযোগিতা করছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙন এলাকার জন্য ইতোমধ্যে ৫৭ হাজার জিও ব্যাগ ড্যাম্পিং ও প্লেসিং করা হয়েছে। এ কাজ আগামী ৪-৫মাস ধরে চলবে।

এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মহি উদ্দিন মুহিন বলেন, ভাঙ্গন রোধে নিজেরাই উদ্দ্যেগ নিয়েছে এলাকাবাসী। গত ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে এই কাজ। এজন্য গঠন করা হয়েছে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিঠি। সমাজের ছোট বড় অনেকে আর্থিক সহযোগিতা করছেন এই কাজে । সবচেয়ে বড় আর্থিক সহযোগিতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী । তিনি কাজের শুরুতে ২০ লাখ টাকা অনুদান দিয়ে সহযোগিতা করেছেন। ১৬ আগস্ট পর্যন্ত এই কাজে অনুদান পাওয়া যায়  এক কোটি ৪৮ লাখ টাকা। স্বচ্চতা নিশ্চিত করা জন্য প্রতিদিনের আয় এবং ব্যায়ের একটি হিসাব সংগঠনের নিজস্ব ফেইজে পোস্ট দেওয়া হয়।
-টিআই/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,