For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

গফরগাঁওয়ের লোকমান শেখ এখনও ভয়ে কেঁপে ওঠেন

Published : Tuesday, 17 August, 2021 at 11:29 AM Count : 833

২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সিরিজ বোমা হামলায় সারা দেশ কেঁপে ওঠে। ওই দিন ময়নসিংহের আদালতে হাজিরা দিতে গিয়ে বোমা হামলার শিকার হন গফরগাঁও উপজেলার টাংঙ্গাব ইউনিয়নের দাওয়া দাইড় গ্রামের লোকমান শেখ (৯৩)। এখনও লোকমান শেখ ভয়ে কেঁপে উঠেন। ওদের বিচার এই বাংলার মাটিতে হবে মৃত্যুর আগে সিরাজ শেখ এটাই দেখে যেতে চান।

ওই দিনের কথা বলতে গিয়ে সিরাজ শেখ বলেন, আজও ভয়ে কেঁপে উঠে বুক। সেদিন খুব ভোরে ঘুম থেকে উঠে একটি মামলায় উপস্থিত হওয়ার জন্য গফরগাঁও সদর থেকে ট্রেন ধরে ময়মনসিংহ জেলার আদালত পাড়ায় গিয়ে ছিলাম। উকিলের আসতে দেরি হচ্ছে দেখে চা খেতে চেম্বার থেকে বাহিরে বের হই। তখন ঘড়িতে ১১টার কিছু বেশি সময়। আদালত পাড়ায় চা স্টলের কাছে যেতেই হঠাৎ বিকট শব্দে চারিদিকে স্তব্ধতা নেমে আসে। গাছে থাকা পাখিরা মুখথুবড়ে লুটিয়ে পড়ে। আমি পড়ে থাকি চায়ের দোকানের সামনে। আমার উপর দিয়ে আতংকিত মানুষেরা প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছিলো। কোনভাবে বেঁচে গেলেও বোমা বিস্ফোরণে আমার চোখ দুটোর মারাত্মক ক্ষতি হয় ও একটি কান একেবারে নিস্ক্রিয় হয়ে যায়। আজ দুটি চোখে চিকিৎসার অভাবে কিছুই দেখি না। 

লোকমান শেখ আরও বলেন, এরপর থেকে আজও শারিরীক সমস্যা নিয়ে ১৭ বছর অতিবাহিত করছি। আমার খোঁজ কেউ রাখেনি। আমাকে নিয়ে আমার পরিবার অসহায় দিন কাটাচ্ছে। কিন্তু আমি বেঁচে আছি কোনভাবে। আমার সাথে যা হয়েছে তা যেন এই দেশে কারো সাথে না হয়। যারা এমন তান্ডব চালিয়েছিলো এদের যেন বিচার হয়।

জানা যায়, ২০০৫ সালে দেশের ৬৩ জেলার ৩৫০টি স্থানে একযোগে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। নারকীয় এ হামলার আজ ১৭ বছর পূর্ণ হলো । জেএমবির বোমা হামলায় কেঁপে ওঠে ময়মনসিংহের অফিসপাড়া। ওই দিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জেলা আইনজীবী সমিতি, জেলা প্রশাসক অফিসের সামনের পুকুরপাড়, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) অফিসের প্রবেশ ফটক, গাংগিনার পাড় পানির ট্যাঙ্কির পাশসহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা হয়। 
ওই ঘটনায় আইনজীবী সমিতির দোতলা থেকে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন অন্তত পাঁচজন। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পরদিন ১৮ আগস্ট বিস্ফোরকদ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি আলাদা মামলা করে পুলিশ। তিনটি মামলায় আসামি করা হয়েছিলো অন্তত ৫০ জনকে। এর আগে জঙ্গিরা ২০০২ সালের পহেলা মে নাটোরের একটি সিনেমা হলে একই বছর ৭ ডিসেম্বর ময়মনসিংহের অলকা, ছায়াবাণী, পূরবী ও অজন্তা সিনেমা হলে প্রায় একই সময়ে বোমা হামলা চালায়। এই হামলা ছিলো জঙ্গিদের পূর্ব সংকেত। সিনেমা হলে ঐ হামলায় ১৮ জন নিহত ও দেড় শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে।

-এমএ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,