For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'বঙ্গবন্ধুর স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে'

Published : Sunday, 15 August, 2021 at 11:17 AM Count : 219

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, ডিবিসি নিউজের চেয়ারম্যান ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, '১৫ অগাস্ট ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ককে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। কুচক্রী মহলের স্বপ্ন বাস্তবায়ন না হলেও বঙ্গবন্ধুর সকল স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে।'

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত ‘আমি মৃত্যু-চেয়ে বড়ো’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, 'বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর।'

তিনি বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিকবান্ধব। তিনিই প্রথম সাংবাদিকদের বিশেষ মর্যাদা দিয়ে নীতিমালা প্রণয়ন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট গঠনসহ বহুমুখী পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ পরিচালনায় গণমাধ্যমের যেমন যুগান্তকারী বিকাশ ঘটেছে। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চাহিদাও বেড়েছে।'
তিনি আরও বলেন, 'সরকারের উদারনৈতিক গণতান্ত্রিক মনোভাবের কারণেই সাম্প্রতিককালে দেশে গণমাধ্যমের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে সাংবাদিকদের আপোষ করা উচিৎ নয়। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে পরিহার করা উচিৎ।'

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক, সাবেক কোষাধ্যক্ষ দীপ আজাদ, সহ সভাপতি মনোতোষ বসু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাবেক সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, বিএফইউজের যুগ্ম মহাসচিব সাকিরুল কবির রিটন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান মজনু।

স্বাগত বক্তৃতা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে কাব্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানে ‘আমি মৃত্যু-চেয়ে বড়ো’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,