For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৪৬ বছর কালো পোষাকে খালি পায়ে ইছাহাক আলী

Published : Saturday, 14 August, 2021 at 1:49 PM Count : 225

ইছাহাক আলী শরিফ (৯২) খুব সাধারণ একজন মানুষ। জীবনযাপনও তার অত্যন্ত সাদামাটা। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর থেকেই তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড কিছুতেই মানতে পারেননি তিনি।

দিনমজুর ইছাহাক আলী শরিফ। শেখ মুজিবকে হারানো শোক বুকে ধারণ করে দীর্ঘ ৪৬ বছর  খালি পায়ে ও তার মৃত্যুর শোক হিসেবে কালো পোশাকে চলাচল করছেন।

এ কারণে স্থানীয়রা তাকে মুজিব ‘পাগল’ বলে আখ্যায়িত করেন। মুজিবভক্ত ইছাহাক আলী বরগুনাতালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামে একটি জরাজীর্ণ পরিবেশে ছোট্ট একটি ঘরে বসবাস করেন।

স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার খবর যখন সারাদেশে ছড়িয়ে পড়ে তখন থেকেই ইছাহাক আলী শরিফকে দেখছি পরনে কালো লুঙ্গি ও গাঁয়ে কালো জামা এবং খালি পায়ে হাঁটেন। এটা শুধু বাড়ি বসে নয়, হাট-বাজারসহ কোথাও কোন অতিথি হয়ে গেলেও এ পোশাক থাকে তার।
আর কখনো শেখ সাহেবকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করলে তিনি তার প্রতিবাদ করেন। এ রকম প্রতিবাদ করতে গিয়ে তিনি তিন-চারবার হামলারও শিকার হয়েছিলেন। পুরো জীবন শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগ বলে কাটিয়ে দেওয়া পাগল এই ইছাহাক আলী শরিফ।

‘জয় বাংলা’ স্লোগানের জন্য নানা রকম অত্যাচার-নিপীড়ন সহ্য করেছেন। কিন্তু তাকে জয় বাংলা থেকে সরাতে পারেনি কেউ। তবে এর বিনিময়ে সারা জীবন মুজিব-হাসিনা-নৌকা করে যাওয়া মুজিব 'পাগল' নিজের অভাব অনটনসহ কোন কিছুর জন্য কারও কাছে ধরনাও দেননি।

ইছাহাক আলী শরিফ বলেন, এহোনগো (এখনকার) নেতাগো ধারে মোর (আমার) কিছু চাওয়ার নাই। বঙ্গবন্ধুর স্বাধীন করা এই জমিনে তিনি শুয়ে আছেন। আর সেই জমিনে মুই কোন দিনই জুতা পায়ে হাঁটিনি আর হাঁটবও না। শুধু গ্রামে গ্রামে ঘুরে শেখ সাহেবের নামে দোয়া চাচ্ছি।

তিনি আরও বলেন, এহন সবাই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে ভালোবাসে। আর মুই শেখ সাহেবকে ভালোবাসি। একজন শেখ সাহেব ছিল বলেই আজ বাংলাদেশ স্বাধীন অইছে (হয়েছে)। যে মাটিতে মোগে নেতা শেখ সাহেব ঘুমিয়ে আছেন, সেই মাটিতে আমি কোন দিনই জুতা পায়ে হাঁটতে পারব না। তাই শেখ সাহেবের মৃত্যুর পর আর কোন দিন জুতা পায়ে দেই না। তার মৃত্যুর শোকে তখন থেকেই কালো পোশাক পরিধান করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনা ব্যস্ত মানুষ যদি কখনো তিনি সময় দেন তাহলে দেখা করব। কিন্তু তার কাছে মোর চাওয়ার কিছু নাই। তার বাবা দেশের জন্য অনেক কিছু করছে। আর শেখ হাসিনাও তার বাবার মত মানুষের জন্য কাজ করছে।

উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউনিয়নের চেয়ারম্যান মু. তৌফিকউজ্জামান তনু বলেন, শেখ মুজিবের মৃত্যুর পর থেকে খালি পায়ে হাঁটা ও কালো পোশাক পরিধান করা ইছাহাক আলী শরিফ এলাকায় মুজিব 'পাগল' নামে পরিচিত। তিনি কোন কিছু দাবি না করলেও চেয়ারম্যান হিসেবে তার পরিবারের দিকে আমি বিশেষ খেয়াল রাখি।

-এইচএম/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,