For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

প্রধানমন্ত্রীর ঘর প্রদানে টাকা নেয়ার অভিযোগ

Published : Tuesday, 10 August, 2021 at 9:45 AM Count : 485

সাতক্ষীরাকলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোর্দ্দ বাটরা এলাকায় দরিদ্রদের ঘর প্রদানে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ঘর প্রতি ২০ থেকে ২৫ হাজার টাকার আর্থিক সুবিধা নিয়েছেন ৬ নং ওয়ার্ড সদস্য বজলুর রহমান।

খোর্দ্দ বাটরা গ্রামের তবিবর মোড়লের ছেলে মোখলেছুর রহমান বলেন, আমি দরিদ্র চাষি। যখন ঘর আসে তখন বজলুর মেম্বারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে ২০ হাজার টাকা দিতে বলেন। আমি আমার বোনের একটা গরু বিক্রি করে বজলুর মেম্বারের হাতে ২০ হাজার টাকা তুলে দেই। ফলে ঘর প্রদানের তালিকায় আমার নাম আসে। 

তিনি বলেন, আমার জানা মতে আরও তিন জনের নিকট থেকে ঘর প্রদানের জন্য নগদ টাকা গ্রহণ করেছেন তিনি। কে কার কাছ থেকে টাকা নিয়েছে সাংবাদিকরা এসে খোঁজ খবর নিয়ে নিজেরাই চেপে যায়। এতে দুর্নীতিবাজরা আরও বেপরোয়া হয়ে উঠে। 
কলারোয়ার গাজনা গ্রামের মৃত নেছার আলীর ছেলে সাইদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ঘর দেয়ার কথা শুনে আমি একটি ঘরের জন্য বিভিন্ন জায়গায় কথা বলতে থাকি। একপর্যায়ে আমার মেঝো ভাই আরিজুল জানায় ঘর পেতে গেলে টাকা লাগবে। তখন সে আমাকে বলে ২০ হাজার টাকা দিতে। আমি ১৯ হাজার টাকা জোগাড় করে তার হাতে তুলে দেই। পরে তালিকায় আমার নাম আসে। তবে আমার মেঝো ভাই টাকা নিয়ে কার কাছে দিয়েছিল তা আমি বলতে পারবো না। বর্তমানে আমি একটি ঘর পেয়ে উক্ত ঘরেই বসবাস করছি। 

উপজেলার মানিকনগর গ্রামের স্বামী পরিত্যাক্তা অসুস্থ জোহরা বেগম বলেন, দরিদ্ররা ঘর পাবে এমন খবর শুনে আমি একটি ঘর পাওয়ার জন্য চেষ্টা করতে থাকি। তখন আমি উপজেলা চেয়ারম্যানের কাছে ও মানিকনগরের সাংবাদিক আব্দুর রহমানের কাছে বলি। তারা বলে আমি একটি ঘর পাব। এরপর তালিকায় নাম আসে। কিন্তু বজলুর মেম্বার ফোন করে কাছে বলে তুমি খুব গরিব মানুষ। তাই কমকরে তুমি ১৫ হাজার টাকা দিবা। আমি টাকা দিতে অস্বীকার করলে তিনি আমাকে ধমকাতে থাকেন। তার সঙ্গে আরও এক মেম্বার টাকা চায়। সব শেষে ঘরের মেঝেতে শুধু ইট দিয়ে প্লাস্টার করবে জেনে আমি বালু দিতে বলি। তখন আমার কাছ থেকে জোর জুলুম করে বজলুর মেম্বার ১৫শ টাকা নেয়। বালু এনে আমার ঘরে কম করে দিয়ে আরও অনেক ঘরে সেই বালু দিয়েছে।

জয়নগর ইউনিয়নের খোর্দ্দ বাটরা গ্রামের মৃত গোলাপ রহমান গাজীর ছেলে আব্দুল ওহাব বলেন, আমি ভূমিহীন দিনমজুর। জায়গা জমি না থাকায় যখন ঘর এলো তখন একটি ঘর পাওয়ার চেষ্টা করি। আমার ভাগ্নে হুমায়ুনের মাধ্যমে স্থানীয় বজলুর মেম্বারের সঙ্গে কথা বলে তাকে ১৫ হাজার টাকা দেই। তখন তালিকায় আমার নাম আসে। যদিও মেম্বারের দাবি ছিল ২০ হাজার টাকা। আমার কাছে টাকা না থাকায় অন্যের নিকট থেকে ধার করে এনে এই টাকা মেম্বারকে দিয়েছিলাম। আর বলেছিলাম এতে যদি হয় ভাল, না হলে কিছুই করার নেই। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র কৃষক, দিনমজুর, ভুমিহীনরা ঘর পাওয়ার কথা থাকলেও এলাকার প্রায় প্রত্যেকটি ঘর দেয়ার নামে আর্থিক সুবিধা নেয়া হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। 

অভিযোগ অস্বীকার করে জয়নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য জয়নগর গ্রামের বজলুর রহমান সোমবার রাতে বলেন, তালিকা প্রণয়নে কোন ধরনের অনিয়ম হয়নি। কারোর কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করা হয়নি। সামনে নির্বাচন তাই এলাকার কিছু মানুষ আমার বিরুদ্ধে অপপ্রচার করে চলেছেন। 

তিনি বলেন, তালিকা প্রণয়নে ইউপি সদস্যের কোন হাত নেই। চেয়ারম্যান, পিআইও, নায়েব ও ইউএনওরা একত্রিত হয়ে তালিকা তৈরি করেন। 

তিনি আরও বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাই আমাকে প্রতিপক্ষরা ঘায়েল করতে এ ধরনের অভিযোগ তুলেছে। তারা এর আগে আমার নামে মিথ্যা মামলাও দিয়েছে। 

কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান বলেন, এসব অভিযোগের বিষয়ে আমিও শুনেছি, তবে ঘর দেয়ার ক্ষেত্রে তালিকা প্রণয়ন, লে আউট দেওয়াসহ সকল কার্যক্রম তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা ও এসিল্যান্ড নিজেই করতেন। যা কলারোয়ার অনেকেই জানেন। আর্থিক সুবিধা নেয়ার বিষয়ে আমার কোন কিছুই জানা নেই। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী বলেন, উপজেলার খোর্দ্দ বাটরা এলাকায় সরকারি ১৭টি ঘর প্রদানে অনিয়মের বিষয়ে আমি অবহিত হয়েছি। একজন ইউপি সদস্যর বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণের বিষয়টি জেনে তদন্তকার্য অব্যাহত রয়েছে। 

-এমজেডআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,