For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিচারপতি এ কে এম ফজলুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

Published : Friday, 6 August, 2021 at 7:12 PM Count : 303

বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান (৭৬)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

শুক্রবার এক শোকবার্তায় আইনমন্ত্রী আনিসুল হক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি এ কে এম ফজলুর রহমান মারা যান।

বিচারপতি ফজলুর রহমান ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি মুন্সেফ হিসেবে বিচারিক কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৯ সালে জেলা জজ পদে পদোন্নতি পান। এরপর তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে নিয়োগ পান। ২০১৩ সালে হাইকোর্ট থেকে অবসর গ্রহণ করলে সরকার তাঁকে প্রথমে প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য পদে এবং পরে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ দেন। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন শেষে তিনি ২০১৯ সালে পূর্ণ অবসরে যান। 
কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি অত্যন্ত সুনামের সাথে চাকরি করেন। মরহুম বিচারপতি ফজলুর রহমান গতরাতে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। মৃত্যকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,