For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নুহাশ পল্লীতে হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

Published : Monday, 19 July, 2021 at 2:43 PM Count : 104

গাজীপুরেনুহাশ পল্লীতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুুন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সীমিত পরিসরে কুরআন খতম, দোয়া মাহফিল ও লেখকের কবর জিয়ারত ও করোনা আক্রান্তদের সহযোগিতাসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে এবার। 

তবে করোনা সংক্রমণ থাকায় লোকজনের উপস্থিতি সীমিত করা হয়েছে। 

লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, তিনি ও তার সন্তানরা ভোরে লেখকের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে রওয়ানা হয়েছিলেন। কিন্তু প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষার পর মহাসড়কে তীব্র যানজটের কারণে বাসায় ফিরে যান। 
তিনি বলেন, যেহেতু করোনা সংক্রমণের কারনে নানা বিধিনিষেধ রয়েছে, সেহেতু এবার আমরা লেখকের প্রয়াণ দিবসে জনসমাগম হয় এমন কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করিনি। অনুষ্ঠানের ব্যয়ের অর্থ দিয়ে আমরা এবার করোনা আক্রান্তদের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি। তাই হুমায়ুন ভক্তদের উদ্দেশ্যে এবার তার বার্তা করোনার মধ্যে সকলেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকুন, লেখককে হৃদয়ে স্মরণ, শ্রদ্ধা ও ভালবাসা জানান। 

নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বলেন, সকালে নুহাশ পল্লীর কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় মাদ্রাসার হুজুর, হিমু পরিবহনের কয়েকজনসহ প্রয়াত লেখকের কবর জিয়ারত করা হয়। এ সময় কুরআন খতম ও লেখকের রুহের মাহফিরাত কামনায় দোয়া করা হয়। করোনা সংক্রমণের কারণে তার পরিবারের লোকজন এবার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতে পারেননি।

বাংলা সাহিত্যের বরপুত্র, জনপ্রিয় কথাশিল্পী, চলচিত্রকার হুমায়ুন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্টের একটি হাসপাতালে ২০১২ সালের ১৯ জুলাই মারা যান। পরে তার মরদেহ দাফন করা হয় লেখকের নিজ হাতে গড়া নুহাশ পল্লীর লিচুতলায়।  

-এফএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,