For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বাল্যবিয়ের কুফল সম্পর্কে বললেন তরুণ-তরুণীরা, শুনলেন ইউএনও

Published : Friday, 16 July, 2021 at 11:07 AM Count : 518

গাজীপুরেকালীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি এবং পরিকল্পিত পরিবার গঠনের সুবিধা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বেতারের 'তারুণ্যের কণ্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সচেতনতামূলক এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সহযোগীতায় এবং কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এতে উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-তরুণীরা বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতনতামূলক অনেক কথা বলেছেন। 

একে একে পাঁচ জন শিক্ষার্শী বাল্যবিয়ের সচেতনতায় নানা দিক তুলে ধরেন। আর তাদের কথাগুলো শোনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক। 
বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, শিক্ষক আব্দুর রহমান আরমান, সাংবাদিক রফিক সরকার প্রমূখ। 

এ সময় নারী উদ্যেক্তা, কাউন্সিলর, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইউএনও শিবলী সাদিক বলেন, করোনাকালে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের কণ্ঠ যে ভূমিকা পালন করে চলেছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা সজাগ রয়েছি কোন ভাবেই বাল্যবিবাহ হতে দেওয়া যাবে না। অভিভাবকদের প্রতি অনুরোধ এই মহামারীর কারণে হতাশ হয়ে বাল্যবিয়ে দিয়ে আপনার সন্তানের জীবন ও স্বপ্ন নষ্ট করবেন না।

বাংলাদেশ বেতারের সজীব দত্ত বলেন, আগামী ২৪ জুলাই রাত ৮টা ১০ মিনিটে ঢাকা- ক এবং এফএম ১০৬ মেগাহার্জে এ অনুষ্ঠানটি শোনা যাবে।

-আরএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,