For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চৌগাছা সীমান্তে ১৬ অনুপ্রবেশকারী আটক

Published : Friday, 16 July, 2021 at 9:38 AM Count : 208

যশোরেচৌগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার উপজেলার আন্দুলিয়া বর্ডার আউট পোস্টের (বিওপি) বিজিবি সদস্যরা তাদের আটক করে। 

জিজ্ঞাসাবাদ শেষে করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সন্ধ্যায় পাসপোর্ট আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। 

আটককৃতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার পাচকাউনিয়া গ্রামের হাসান বিশ্বাস (৪৯) ও আসলাম বিশ্বাস (৩৫), হাসান বিশ্বাসের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছেলে ইয়াসিন বিশ্বাস (২৪), মিঠু বিশ্বাস (১৯) ও লিটু বিশ্বাস (৭), ইয়াসিন বিশ্বাসের স্ত্রী স্বপ্না বেগম (২০) ও মেয়ে সুমাইয়া খাতুন (২), আসলাম বিশ্বাসের স্ত্রী শাহানাজ (৩০), ছেলে ইব্রাহিম বিশ্বাস (১৯) ও রিয়ান বিশ্বাস (১১) এবং নূর ইসলাম বিশ্বাসের ছেলে ইয়ামিন বিশ্বাস (৩৫); খুলনার পাইকগাছা উপজেলার বরইখালি গ্রামের আসাদুল গাজী (২৫) ও তার স্ত্রী ফুলবানু খাতুন (২৬); বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালির হালিম শেখের ছেলে এমডি আজিজুল শেখ (১৯); মানিকগঞ্জ সদর উপজেলার ছোটষাট্টা গ্রামের মৃত- ওয়াসিমের স্ত্রী রোজিনা আক্তার (২৭)।
চৌগাছা থানায় লিখিত এজাহার থেকে জানা যায়, নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আন্দুলিয়া বিওপির মেইন পিলার ৪৩/১এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশের দিকে পায়ে হেঁটে আসছে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন ধরে ভারতে পালিয়ে ছিল এবং বৃহস্পতিবার বিনা পাসপোর্টে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। তাদের আদালতে পাঠানো হবে।

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,