For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ভিজিএফের ২০০ কেজি চাল জব্দ

Published : Wednesday, 14 July, 2021 at 11:56 AM Count : 144

নেত্রকোণাপূর্বধলায় একটি চায়ের দোকান থেকে (চার বস্তা) ২০০ কেজি ভিজিএফের চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম।

মঙ্গলবার বিকালে উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া বাজারের সাইফুল ইসলামের চায়ের দোকানে বস্তাগুলো পাওয়া যায়।

জানা যায়, আসন্ন ঈদে গরিব, অসহায়, দুঃস্থ মানুষের জন্য বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

চাল ক্রয়ের বিষয়ে জানতে চাইলে ক্রয়কারী চায়ের দোকানের মালিক মো. সাইফুল ইসলাম জানান, উপকারভোগী বিভিন্ন জনের নিকট থেকে ১০ কেজি করে চাল ২৮০ টাকা দরে আমি নিজে খাওয়ার জন্য ২০০ কেজি চাল ক্রয় করেছি। এই চাল কিনলে সমস্যা হবে জানলে আমি ক্রয় করতাম না। 
উপকারভোগী কামাল উদ্দিন, হাবিব, হাসান জানান, অসুখের কারণে চাল বিক্রি করেছেন তারা। তাছাড়া চালটা একটু মোটা এবং গন্ধ হওয়ায় চাল বিক্রি করেছি। পরবর্তীতে আমরা আর চাল বিক্রি করব না।

ইউএনও উম্মে কুলসুম জানান, চাউলগুলো জব্দ করে কেয়ারটেকারের কাছে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম আকন্দ খোকন জানান, উপকারভোগী নির্বাচন সঠিক ছিল এবং সকলের মাঝে সঠিক ভাবে চাল বিতরণ করেছি। চাল বিতরণ কার্যক্রমে কোন প্রকার অনিয়ম হয়নি। কেউ চাউল বিক্রি করেছেন এমন জানা ছিল না। পরবর্তীতে জানতে পারলাম তাদের কয়েকজন অভাব-অসুখের কারণে চাল বিক্রি করেছেন। তবে আশপাশের দোকান এবং অন্যদের বলে দেয়া হয়েছে যাতে উপকারভোগীদের নিকট থেকে কেউ কোন অবস্থাতেই চাল ক্রয় না করে।

-এআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,