For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিনামূল্যে খাদ্য সহায়তা পাচ্ছে ২২ হাজার পরিবার

Published : Wednesday, 14 July, 2021 at 11:30 AM Count : 161

নাটোরেবড়াইগ্রাম উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। 

বুধবার বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন মৌখাড়া উচ্চ বিদ্যালয় এবং বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন বনপাড়া ডিগ্রী কলেজ চত্ত্বরে দরিদ্রদের মাঝে চাল বিতরণের মাধ্যমে পৃথক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।  

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ঈদ-উল-আজহায় বড়াইগ্রামে মোট ২২ হাজার ১২৪টি পরিবারের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হবে। তার মধ্যে বনপাড়া পৌরসভায় চার হাজার ৬২১টি পরিবারে ৪৬ দশমিক ২১ টন, বড়াইগ্রাম পৌরসভায় তিন হাজার ৮১টি পরিবারের মাঝে ৩০ দশমিক ৮১ টন, জোয়াড়ী ইউনিয়নে দুই হাজার ৪৬৭টি পরিবারে ২৪ দশমিক ৬৭ টন, বড়াইগ্রাম ইউনিয়নের দুই হাজার ৩৫৩টি পরিবারে ২৩ দশমিক ৫৩ টন, জোনাইল ইউনিয়নে দুই হাজার ৩৯টি পরিবারে ২০ দশমিক ৩৯ টন, নগর ইউনিয়নে দুই হাজার ৫৪৮টি পরিবারে ২৫ দশমিক ৪৮ টন, মাঝগাঁও ইউনিয়নে দুই হাজার ১৪৯টি পরিবারে ২১ দশমিক ৪৯ টন, গোপালপুর ইউনিয়নে এক হাজার ৫৫৮টি পরিবারের মাঝে ১৫ দশমিক ৫৮ টন ও চান্দাই ইউনিয়নে এক হাজার ৩০৮টি পরিবারের মাঝে ১৩ দশমিক ০৮ টন চাল বিতরণ হবে। 

ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে প্রতিটি দুঃস্থ পরিবারের একজন কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেয়া হবে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেন, অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মধ্যে পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট পৌরসভা ও ইউপিতে মোট মোট ২২১ দশমিক ২৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। 
-এএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,