For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ভাসমান-পথশিশুদের খাবার বিতরণ

Published : Saturday, 10 July, 2021 at 1:54 PM Count : 2004

মহামারী করোনা ভাইরাসের এমন ভয়াবহ পরিস্থিতিতে মৌলভীবাজারেশ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় বিনামূল্যে খাবার বিতরণ করছে সেচ্ছাসেবী সংগঠন ‘করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই।’ 

সংগঠনটি ভাসমান মানুষ, পথশিশু ও নিম্নবিত্তদের মধ্যে রান্না করা খাবার দিয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের দূর্গত মানুষের জন্য প্রতিদিন পাঁচশ খাবার পৌঁছে দিচ্ছে।

বৃহস্পতিবার ও শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করতে দেখা যায় সংগঠনের সদস্যদের।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিধিনিষেধ যতদিন থাকে ততদিন পর্যন্ত। 
এই কার্যক্রমের প্রথম ও দ্বিতীয় দিনের কর্মসূচিতে শ্রীমঙ্গল উপজেলার ইউছুবপুর, ডাক বাংলো পুকুর পাড়, রেলওয়ে স্টেশন, কলেজ রোডস্থ চারুকলা ও ভিক্টোরিয়া প্রাঙ্গন, শাহীবাগ, বালুচর, শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরসহ উপজেলার বিভিন্ন জায়গার নিম্নবিত্ত ও ভাসমান মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। 

এমন কি তারা বিভিন্ন এলাকায় গিয়ে দেখে দেখে পরিবারের সদস্য অনুযায়ী জনপ্রতি করে খাবার দিচ্ছে। 

সংগঠনের সদস্য অনিতা দেব বলেন, আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন সহযোগিতামূলক  কর্মকাণ্ড করেছি। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সহযোগিতা করেছি। আমরা একটা উদ্যোগ নিয়েছি যতদিন পর্যন্ত লকডাউন চলবে, আমরা আশা রাখছি গরীব অসহায় মানুষদের রান্না করা খাদ্য বিতরণের কার্যক্রম চালিয়ে যেতে পারব।  

তিনি বলেন, পাশাপাশি আপনারা যারা আমাদের পাশে থাকতে চান, আমি আপনাদের স্বাগত জানাই এবং আমি আশা রাখবো অবশ্যই আপনারা আমাদের সঙ্গ দেবেন। আমরা প্রতিদিন প্রায় পাঁচশ'র অধিক মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি। আমাদের সেচ্ছাসেবক ভাইয়েরা এই খাবার পৌঁছে দিচ্ছেন তাদের হাতে। আমরা অসংখ্য মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমাদের আর্থিক ভাবে সহযোগিতা করেছেন।

সংগঠনের সদস্য এস কে দাশ সুমন বলেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে দেশের অধিকাংশ সাধারণ মানুষ ও পথশিশুরা মানবেতর জীবনযাপন করছেন। অনাহারে ক্ষুধার্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে সমগ্র দেশেই সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে দরিদ্রদের যে সহযোগিতা করা হচ্ছে সেটি খুবই অপ্রতুল। কোভিড পরিস্থিতিতে শ্রীমঙ্গল উপজেলায় আমরা দেখেছি অসংখ্য সেচ্ছাসেবীরা মাঠ পর্যায়ে কাজ করছেন। আমাদের ‘করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই’ সংগঠনের সদস্যদের অনেকেই এ পরিস্থিতিতে তথ্য দিয়েছেন শ্রীমঙ্গলের অসংখ্য সাধারণ মানুষ ক্ষুধার্ত রয়েছেন, অর্থকষ্টে রয়েছেন। প্রথমবার যখন লকডাউন হয় তখন এই সংগঠনের পক্ষ থেকে এই অসহায় ক্ষুধার্ত মানুষগুলোকে বিভিন্ন সহযোগিতা করা হয়েছিল। 

তিনি বলেন, আমাদের এই সংগঠনে শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ী, পরিবেশবিদ, শিল্পী, ও সমাজকর্মী রয়েছেন। দ্বিতীয়বার বিধিনিষেধ আসার পর এখন পরিস্থিতি আরও ভয়াবহ তৈরি হয়েছে। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে এবারও উদ্যোগ নিয়ে আমরা প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক দরিদ্র, ছিন্নমূল মানুষ ও পথশিশুকে আমাদের সংগঠনের সদস্যরা ঘরে ঘরে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে। আমরা মনে করি সরকার এবং দেশের বড় সংস্থাগুলো ও সমাজের বিত্তবান যারা রয়েছেন তারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা শ্রীমঙ্গল উপজেলা শহরে বৃহৎ পরিসরে আরও বেশি কাজ করে যেতে পারব। এবং আমরা সরকারের কাছেও এই দাবি জানাই, সরকার যদি এই ছিন্নমূল মানুষের দিকে একটু তাকিয়ে আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা এই খাদ্য বিতরণ কর্মসূচি চালিয়ে যেতে পারব।

তাদের এই মহতী উদ্যোগে খাদ্য দিয়ে বা আর্থিক ভাবে সহযোগিতা করতে চাইলে আপনি ০১৭২৩২৯২৯৯৪, ০১৭২৪৪২৯৯৮২ নম্বরে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

-আরএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,