For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৫শ’ রিংগিত জরিমানায় মালয়েশিয়া থেকে দেশে ফিরতে পারবেন অবৈধ অভিবাসীরা

Published : Thursday, 8 July, 2021 at 10:26 PM Count : 177

মালয়েশিয়ায় এক মাসের অধিক সময় ধরে চলছে কঠোর লকডাউন। প্রবাসীরা গণহারে কাজ কর্ম হারিয়ে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এই ভয়াবহ পরিস্থিতি দেশটির অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার করেছে। যারা অবৈধ অভিবাসী হিসেবে দেশটিতে এখনও অবস্থান করছেন তাদের মাত্র ৫শত রিংগিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে বিমানবন্দরে রিক্যালিব্রেশন পুলাং নামে একটি কর্মসূচি হাতে নিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৮ জুলাই) অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাযামি দাউদ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর বা (কেএলআইএ) ৮ জুলাই থেকে এ প্রক্রিয়ার জন্য অভিবাসন বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ কাউন্টার খোলা হয়েছে। অবৈধরা খুব সহজেই এখন তারা দেশে ফিরতে পারবে। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ারও প্রয়োজন নেই তবে বিমান ছাড়ার কমপক্ষে ৬ ঘণ্টা আগে আসতে হবে বলে জানানো হয়।
একই সঙ্গে ২৪ ঘণ্টা অভিবাসন বিভাগের এ কাউন্টার খোলা থাকবে বলেও উল্লেখ করা হয়।
 
তবে এ প্রক্রিয়ায় অংশ নিতে হলে পাসপোর্ট বা হাইকমিশন থেকে বৈধ ট্রাভেল ডকুমেন্টস, বিমান টিকিট, ৫০০ রিংগিত জরিমান অনলাইনে পে করে এবং ৭২ ঘণ্টা মেয়াদের করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে।

মালয়েশিয়ায় লকডাউনে সাঁড়াশি অভিযানে ধরা পড়ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বৈধ ও অবৈধ অভিবাসী। কিছু ক্ষেত্রে বৈধদের আটক করা হচ্ছে ওয়ার্ক পারমিট এর শর্ত লঙ্ঘন করার জন্য। তাই যারা এখন পর্যন্ত বৈধ হতে পারেনি তাদের নিজ দেশে ফেরত যাওয়ার সূবর্ন সুযোগ।
 
তবে এই অবস্থায় প্রবাসীদের ট্রাভেল পাস সংগ্রহ ও পর্যাপ্ত ফ্লাইট শিডিউল না থাকায় তারা দূঃচিন্তায় রয়েছেন। বিমান টিকিট ও বাংলাদেশে কোয়ারেন্টাইন ফি উচ্চ মুল্যের কারণে এই কার্যক্রম কতটা সফল হবে এটা নিয়ে অনেকেই  আশংকা প্রকাশ করেছেন। এজন্য বাংলাদেশে কোয়ারেন্টাইন ফি কমানো সহ পর্যাপ্ত ফ্লাইট শিডিউল বাড়ানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এএম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,