For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ডিলারের ভুল চিকিৎসায় লোকসানে খামারি

Published : Monday, 5 July, 2021 at 9:01 PM Count : 105

লক্ষ্মীপুর জেলার রায়পুরের চরআবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক খামারির ৫০০ গ্রাম ওজনের আড়াই হাজার মুরগি ডিলার নাছির পাটোয়ারীর (৩২) ভুল চিকিৎসার কারণে মারা গেছে। এতে খামারির ৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। 

নাছির একাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিতালী বাজারের পোল্ট্রি ব্যবসায়ীর ডিলারনা এবং গাইয়ার চরের চাঁন মিয়ার ছেলে। 

খামারি মাসুম বলেন, আমি ডিলার নাছিরের কাছ থেকে ২৮ দিন হয়েছে তিন হাজার ২০০ মুরগী ক্রয় করে আমার খামারে নিয়ে আসি। আজ ৫ দিন ধরে আমার খামারে মুরগী মারা যাচ্ছে। আমি নাছিরকে এই বিষয়ে জানালে তিনি বিভিন্ন ওষুধের পরামর্শ দেন। আমি  উপজেল প্রাণি সম্পদের ডাক্তার দেখানোর কথা বলি, তখন নাছির বলে আমি কি ডাক্তার থেকে কম বুঝি নাকি।

আমি নাছিরের পরামর্শে ওষুধ প্রয়োগ করি কিন্তু কোন রকম মৃত্যু কমছে না, নিরুপায় হয়ে আমি উপজেলা প্রাণি সম্পদের ডাক্তার দেখালাম। তারপরে থেকে এখন মোটামুটি ৬০০ মুরগী সুস্থ আছে। 
খামারি মাসুম বলেন আমি এখন পুরো নিঃস্ব। আমার এই ২৫০০ শত মুরগীর ক্ষতিপূরণ চাই ডিলার নাছিরের কাছ থেকে। 

অভিযোগের বিষয় একাধিক কল করে ও নাছিরকে ফোনে পাওয়া যায়নি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান বলেন, ডিলার এবং ওষুধ বিক্রেতাদের অপচিকিৎসার বলি হলেন মাসুম।  এসব অপচিকিৎসার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত।

-ওআর/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,