For English Version
বৃহস্পতিবার ২ মে ২০২৪
হোম

আ'লীগ নেতাকে নিয়ে উস্কানিমূলক পোস্ট, ছাত্রলীগ নেতা কারাগারে

Published : Friday, 2 July, 2021 at 3:07 PM Count : 395

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদককে নিয়ে ফেসবুকে অরুচিকর ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। 

এর আগে বেলা ১১টার দিকে পৌর শহরের আড়াইআনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত হারুন অর রশিদ (২৬) জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক এবং নালিতাবাড়ী দেশরত্ন ছাত্রঐক্য পরিষদের নেতা। 
সূত্র জানায়, হারুন অর রশিদ দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ীর বিভিন্ন পেশার সম্মানী লোকেদের বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিল। সবশেষ গত ২৪ জুন হারুন তার ফেসবুক পেজে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের নাম উল্লেখ করে ‘ছোট রাজাকারের ছেলে’ বলে আখ্যা দেয় এবং উস্কানিমূলক কিছু লেখা পোস্ট করে। 

এর প্রেক্ষিতে অনেকেই পক্ষে-বিপক্ষে মন্তব্য করলে সেসব মন্তব্যের প্রেক্ষিতেও বেঙ্গাত্মক ও বাজে মন্তব্য করে পোস্ট দিতে থাকে হারুন। একপর্যায়ে বিয়ষটি আওয়ামী লীগ নেতাকর্মীদের দৃষ্টিগোচর হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বাদি হয়ে হারুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আবেদনটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে গ্রহণ করে এবং বেলা ১১টার দিকে শহরের আড়াইআনী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে শেরপুরে পাঠিয়ে দেওয়া হয়।

তার বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে নালিতাবাড়ীর বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ নানা মহলের বিরুদ্ধে সম্মানহানি ও অরুচিকর কথাবার্তা ফেসবুকে পোস্ট করার অভিযোগ রয়েছে। এমনকি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সাংসদকে নিয়েও বিভিন্ন সময় অরুচিকর পোস্ট করে বলেও অভিযোগ রয়েছে।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, আ'লীগের সাধারণ সম্পাদককে নিয়ে ফেসবুকে অরুচিকর ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও একই ধরনের কাজে লিপ্ত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

-এমএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft