For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

Published : Tuesday, 29 June, 2021 at 4:38 PM Count : 190

নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব শত্রুতার জের ধরে কামাল উদ্দিন মিলন নামে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

মিলন বর্তমানে সুবর্ণচর উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলার প্রস্ততি নিচ্ছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (২৮ জুন) সন্ধ্যা ৭টার সময় ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের জয়নাল রাজের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।
 
প্রত্যক্ষদর্শী নুর করিম বলেন, সোমবার কামাল উদ্দিন মিলন সন্ধ্যার পর জয়নাল রাজের বাড়ির পাশে মোজাক্কের, ফারুক, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। পরে আমরা তাকে উদ্ধার করে  সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
 
আহত মিলন অভিযোগ করে বলেন, সন্ধ্যার পর বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে ৭নং পূর্বচরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের আবুল কালামের ছেলে মহি উদ্দিনের (৩৬) নেতৃত্বে তার ভাই মোজাক্কের (৪০), মধ্য চরবাটা গ্রামের ছায়েদল হকের ছেলে ফারুক (৩০), আলী আখন্দের ছেলে জাফর তার ছেলে রহিম উল্যাহ এবং সিদ্দিক আহম্মদ পিতা অজ্ঞাতসহ আরো ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে আহত করে। তার চিৎকারে এলাকাবাসী এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
 
মিলনের ভাই দিদার বলেন, গত ৫ মার্চ রাতে স্থানীয় জাফরের ছেলে রফিক একই এলাকার এক নারীর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে ওই নারীর বাড়িতে গেলে এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। পরিবর্তীতে রফিক ওই ঘটনা পরিকল্পিত বলে কামাল উদ্দিন মিলন, দিদার, নুর করিমসহ একাধিক ব্যক্তিকে আসামি করে জেলা জর্জ কোর্টে মামলা করেন। এ ঘটনার সূত্র ধরে মারের বদলে মার দিবে বলে পূর্বে থেকেই হুমকি দিয়ে আসছে রফিক । 
তাই মিলনের ওপর এ হামলা পূর্বপরিকল্পিত। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
 
অভিযুক্ত মহি উদ্দিন বলেন, আমি বা আমার ভাই  হমলার ঘটনার সাথে জড়িত নয়। মিলন আর আমরা আত্মীয়স্বজন। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। কারা হামলা করেছে সেটা আমি জানি না।
 
অভিযুক্ত জাফর ঘটনা অস্বীকার বলেন, আমি জাহাজ্জার চরে এসেছি। কে এই ঘটনা করেছি আমি জানি না।
 
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীকে চিকিৎসা করানোর জন্য বলেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

-আইইউ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,