For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

দেড় কোটি টাকা ব্যয়ে ভাল রাস্তা সংস্কার

Published : Sunday, 27 June, 2021 at 8:45 PM Count : 268

নাটোর জেলার বড়াইগ্রামে দেড় কোটি টাকা ব্যয়ে পাঁচ কি.মি. দীর্ঘ একটি ভাল সড়ক পুনরায় সংস্কার করছে এলজিইডি। ভ্যান-ইজিবাইক ছাড়া সচরাচর কোন ভারী যান চলাচল না করায় গ্রামীণ এই সড়কটির পুরোটাই এখনও ভাল রয়েছে। উপজেলার অনেক ভাঙাচোরা সড়ক থাকলেও এমন ভাল রাস্তায় এক কোটি ৫৯ লক্ষ ৩১ হাজার ৩৭৪ টাকা ব্যয়ে স্থানীয় লোকজনের মাঝে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। এভাবে ভাল রাস্তা সংস্কারের নামে রীতিমতো সরকারি অর্থ পানিতে ফেলা হচ্ছে বলেই দাবি তাদের।
 
জানা যায়, নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন চেয়ারম্যান মোড় থেকে রামাগাড়ি ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক বছর তিনেক আগে সংস্কার করা হয়। তারপর চলতি বছরের শুরুর দিকে এলজিইডি এ রাস্তা পুনরায় সংস্কারের জন্য দরপত্র আহ্বানের মাধ্যমে নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএন ট্রেডার্সকে কার্যাদেশ দেয়। সম্প্রতি ঠিকাদারের লোকজন রাস্তাটি সংস্কার কাজ শুরু করেন।
 
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, রামাগাড়ি অংশে শ্রমিকরা রাস্তার পাশের অ্যাজিংয়ের ইট তুলে ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে। এ সময় দেখা যায়, ট্রাক্টরে উঠানো ইটগুলো পুরোপুরি অক্ষত, কোন ইটও নষ্ট বা ভাঙা না। এসব ইট ভেঙে খোয়া করা হবে বলে শ্রমিকরা জানান। রাস্তার ফায়ার সার্ভিস মোড় থেকে কুমরুল পর্যন্ত অংশে দেখা গেছে, সড়কের ভাল কার্পেটিং ভেঙে দুই পাশে নতুনভাবে অ্যাজিং করা হয়েছে। তবে অ্যাজিং সড়কের বেডের চেয়ে ২-৩ ইঞ্চি নীচু। সড়কের বেড যথেষ্ট মজবুত রয়েছে। সড়কটি সংস্কারের মত উল্লেখযোগ্য কোন সমস্যা দেখা যায়নি।
 
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার দুই-চার জায়গায় হাল্কা ভেঙে গেছে, সেগুলো সংস্কার করে দিলেই হতো। এতে সব মিলিয়ে ১০-১৫ লাখ টাকা খরচ হতো। এতো টাকা ব্যয়ে নতুনভাবে সংস্কার করার প্রয়োজন ছিলো না। এ কাজে সরকারের বিপুল টাকা অপচয় হবে, আর লাভবান হবেন ঠিকাদার। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আজিজুর রহমান বলেন, রাস্তা ভাল থাকলেও কিছু কিছু জায়গা ভাঙাও আছে। তাই সংস্কার করা হচ্ছে। এ ছাড়া সড়কটিতে আগে দেড় ইঞ্চি পুরু কার্পেটিং ছিল। এবার সেটা দুই ইঞ্চি করা হবে। ফলে সড়কটি মজবুত ও টেকসই হবে। 

-এএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,