For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

তেঁতুলিয়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

Published : Sunday, 27 June, 2021 at 11:14 AM Count : 197

‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’ এমন প্রতিপাদ্যে পঞ্চগড়েতেঁতুলিয়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে চৌরাস্তা বাজারের বাংলা হোটেলের দ্বিতীয় তলায় স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মুক্ত আলোচনা সভার আয়োজন করে ড্রাগস্ ফ্রি বাংলাদেশ (ডিএফবি) নামের একটি মাদক বিরোধী সংগঠন।

আলোচনা সভায় সংগঠনের নির্বাহী পরিচালক আতিকুজ্জামান শাকিলের সভাপতিত্বে মাদকের কুফল ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বক্তব্য রাখেন তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব এস কে দোয়েল, আহসান হাবীব, মোবারক হোসাইন, রবিউল ইসলাম রতন প্রমূখ।

সভায় স্বাগত বক্তব্যে সংগঠনের নির্বাহী পরিচালক বলেন, সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের মাদক প্রতিরোধ, জনসচেতনতা, লিফলেট বিতরণ, প্রশাসনকে সহযোগিতা এবং মানবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে মাদক বিরোধী এই সংগঠনটি। মাদক একটি জাতীয় সমস্যা, সেই সমস্যার চিত্র তুলে ধরে মাদক প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
সভায় বক্তারা মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে কিশোর থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,