For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রামেকে আরও ১০ জনের মৃত্যু

Published : Sunday, 27 June, 2021 at 10:21 AM Count : 352

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন একজন। 'উপসর্গ' নিয়ে মারা গেছেন নয় জন।

রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শনিবার রাজশাহীর দু’টি পিসিআর ল্যাবে ৫৬১টি নমুনা পরীক্ষায় ১৩৪ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এতে রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ০৮ শতাংশ হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৭২ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৯০ শতাংশে এসেছে।

রামেক হাসপাতালের পরিচালক বলেন, মৃত ১০ জনের মধ্যে আট জনই করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া একজন রোগীর রিপোর্ট করোনা নেগেটিভ হলেও তার মৃত্যু হয়েছে। আর একজন রোগী করোনা পজিটিভ ছিলেন। 
তিনি বলেন, মৃতদের মধ্যে চার জন রাজশাহীর, চার জন চাঁপাইনবাবগঞ্জের ও দু’জন নাটোরের রোগী ছিলেন। আজকের এ মৃত্যু নিয়ে চলতি মাসের এ ২৭ দিনে (০১ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩০৪ জন।  

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৩৭ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের চার জন, নাটোরের পাঁচ জন, নওগাঁর দু’জন, পাবনার ছয় জন ও দিনাজপুরের একজন রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক বলেন, সব মিলিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে মোট ৪৩৪ জন ভর্তি রোগী আছেন। অথচ হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৩৫৭টি। অর্থাৎ ধারণ ক্ষমতার বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। ৩৫৭ জনকে বেড দেওয়া গেলেও বাকিরা হাসপাতালের মেঝেতে ও ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

-এমএ

রামেকে আরও ১৭ জনের প্রণহানী

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,